বাংলা হান্ট ডেস্কঃ দেশে করোনার (Corona) সংক্রমণের নতুন মামলা কমলেই মহামারীর বিপদ এখনো সম্পূর্ণ ভবে চলে যায় নি। ভারত সমেত গোটা বিশ্ব করোনার ভ্যকসিনের জন্য চেয়ে আছে। আর এরমধ্যে দেশে টিকাকরন (Corona Vaccination) নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রালয় গুরুত্বপূর্ণ তথ্য দিল।
স্বাস্থ্য মন্ত্রালয় অনুযায়ী, করোনা ভ্যাকসিন নেওয়া আর না নেওয়া নিজের সিদ্ধান্ত হবে। এই ভ্যকসিন অনিবার্য হবে না। আর যারা ভ্যাকসিন নিতে চায়, তাদের আগে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের প্রক্রিয়া মন্ত্রালয়ের তরফ থেকে বলা হয়েছে। মন্ত্রালয় অনুযায়ী, অনলাইনে ভ্যাকসিনের রেজিস্ট্রেশন করতে হবে। এরপর ফোনের মাধ্যমে টিকাকরন নিয়ে তথ্য দিয়ে দেওয়া হবে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রালয় তথ্য দিয়ে জানায়, করোনার ভ্যক্সিনের টিকা লাগানোর জন্য অনলাইন রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হবে। রেজিস্ট্রেশনের সময় মোবাইল নাম্বারও চাওয়া হবে। সেই নাম্বারেই টিকাকরনের তারিখ জানিয়ে দেওয়া হবে। ভ্যাকসিনের জন্য পরিচয় পত্রও জরুরী। ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, আধার কার্ড, ব্যাংক পাশবই, রাজ্য অথবা কেন্দ্রের তরফ থেকে জারি করা যেকোনো পরিচয়পত্র বৈধ বলে মানা হবে।
স্বাস্থ্য মন্ত্রালয় জানায়, করোনার ভ্যাকসিনের ট্রায়াল শেষ পর্যায়ে আছে। ট্রায়াল শেষ হলেই সরকার টিকাকরন শুরু করবে। মন্ত্রালয় জানায়, ভারতের টিকাও অন্য দেশের টিকার মতো কার্যকর হবে। মন্ত্রালয় জানায়, এর আগে যারা করোনায় আক্রান্ত হয়েছিল, তাঁরাও এই টিকা নিতে পারবে।