বাংলাহান্ট ডেস্কঃ দেশজুড়ে মারণ ভাইরাস তাঁর তাণ্ডবের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। শেষ ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন তিন লক্ষাধীক মানুষ। দিনে দিনে রেকর্ড ছাড়িয়ে মানুষ করোনা (Corona) আক্রান্ত হচ্ছেন। আক্রান্তের সঙ্গে সমান তালে তাল মিলিয়ে বেড়ে চলেছে মৃতের সংখ্যাও। এমন উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়েছেন বলিউডের তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রীরা।
মারণ ভাইরাসের থাবা টলিউডেও অব্যহত। গত দুদিন আগেই করোনা আক্রান্ত হয়েছেন জিৎ এবং শুভশ্রী। এবার সেই তালিকায় নয়া সংযোজন কৌশিক সেন (Koushik Sen)। একই সাথে করোনা আক্রান্ত হয়েছেন কৌশিক ও তাঁর স্ত্রী রেশমি সেন। আর তারপরেই সংবাদমাধ্যমের তরফে তাঁর সাথে যোগাযোগ করে হলে তিনি ক্ষোভ উগরে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) উপর। তাঁর কথায়, মানুষ নাজেহাল, এরপরও প্রধানমন্ত্রী একেরপর এক জনসভা করে চলেছেন। এমনকি সাধারণ মানুষের উদ্দেশ্য তিনি প্রশ্ন ছুঁড়ে দেন।
ভোটের বাংলায় কোভিড বিধি নিয়ে আমজনতার থোড়ায় কেয়ার মনোভাব নিয়ে কৌশিক সেন বলেন, ‘সাধারণ মানুষও কি বুঝতে চাইছেন না, জীবনের থেকে দামী আর কিছুই হতে পারে না’। তিনি জানান, এই পরিস্থিতিতে কেউ জ্বর বা করোনার সামান্যতম উপসর্গ উপলব্ধি করলেই করোনা পরীক্ষা করা উচিত। অন্যথায় তা লুকিয়ে কেউ বাইরে বেরোলে মারণ ভাইরাসের তাণ্ডব কোনও দিনও বন্ধ হবে না।
এমনকি তিনি টিকাকরণের (Vaccination) উপরও জোর দেওয়ার কথা বলেন, তিনি বলেন সবাইকে করোনার টিকা (Vaccine) নেওয়া উচিত। তাঁর কথায়, আমি টিকার প্রথম ডোজ নিয়েছিলাম, তাই হয়ত পরিস্থিতি মারাত্মক হয়ে ওঠেনি। তিনি পরবর্তী ডোজ নেবেন বলেও জানান। তবে করোনার এহেন উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে প্রধানমন্ত্রীর জনসভা নিয়ে ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘আজ পর্যন্ত এমন দেশনায়ক দেখিনি, যেখানে দেশ অতিমারিতে জর্জরিত, সেখানে তিনি একেরপর এক জনসভা করে চলেছেন, প্রচার করে বেড়াচ্ছেন! এমনকি তিনি এও বলেন, নরেন্দ্র মোদী যা করছেন ঠিক করছেন না’।