এবার থেকে গরু মহিষদেরও থাকবে মানুষের মত আধার কার্ড, জোরকদমে কাজ শুরু যোগীর রাজ‍্যে

Bangla Hunt Desk: এবার থেকে মানুষের পাশাপাশি আধার কার্ড থাকবে গরু মহিষদেরও। যোগী আদিত্যনাথের (Yogi adityanath) রাজ্য উত্তরপ্রদেশে (Uttarpradesh) ইতিমধ্যেই এই কাজ শুরুও করা হয়ে গেছে। ভিন রাজ্যে গরু পাচার হচ্ছে কিনা, গরুর টিকা করণ থেকে শুরু করে এমনকি গরুর মালিকে বিষয়েও জানা যাবে এই আধার কার্ড থেকে।

আধার কার্ডের কাজ
প্রত‍্যেকটি গরুর কানে একটি করে হলুদ ট‍্যাগ ঝোলানো থাকবে। তাতে একটা বিশেষ ধরনের রেডিও ফ্রিকোয়েন্সি আইডি চিপ লাগানো থাকবে। এই চিপের মাধ্যমে গরুর বয়স, ওজন, প্রজাতি, কতটা পরিমাণ দুধ দিচ্ছে, টিকা দেওয়ার সময়, লোকেশন অর্থাৎ গরু কোথায় রয়েছে সব কিছুই জানা যাবে।

images 4 48

রক্ষা করা যাবে গরু
এমন অনেক পশুপালক আছেন যারা গরু যখন দুধ দেওয়া বন্ধ করে দেয়, তখন গরুগুলোকে রাস্তায় ছেড়ে দেয়। যার ফলে সেই গরু কখনও দুর্ঘটনার কবলে পড়ে, আবার কখনও অনাহারের শিকার হয়। এই নতুন পদ্ধতির ফলে এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা অনেক কমে যাবে। কারণ ওই চিপে গরুর বিবরনের পাশাপাশি থাকবে গরুর মালিকের সমস্ত তথ্য। মালিকের নাম, ঠিকানা, ফোন নম্বরও দেওয়া থাকবে।

বন্ধ করা যাবে গরু পাচার
গরুর আধার কার্ডের ফলে ভিন রাজ‍্যে গরু পাচারও রোখা যাবে। চিপের সাহায্যে সহজেই কোন রাজ‍্যের গরু তা বুঝতে পারা যাবে।

কাজ চলছে জোরকদমে
উত্তরপ্রদেশে প্রায় ৫ কোটি ২০ হাজার গরু মহিষ রয়েছে। যোগী সরকার জানিয়েছেন, আগামী ৩১ শে মার্চ ২০২১- এর মধ্যে সমস্ত গরুর আধার কার্ড তৈরি করা হয়ে যাবে। ১ কোটি ৩৩ লক্ষ গরু-মোষের কানে ইতিমধ্যেই হলুদ ট‍্যাগ লাগানো হয়ে গেছে। যার মধ্যে ৬৬ লক্ষ গরু ও ৬৭ লক্ষ মহিষের ট‍্যাগে চিপ ভরাও হয়ে গেছে।

ad

Smita Hari

সম্পর্কিত খবর