বিমান বসুর পর জাতীয় স্তরে তৃণমূলের সঙ্গে জোটের ইচ্ছা জাহির করল CPI, বিজেপিকে হারাতে জোর কদমে প্রস্তুতি

বাংলাহান্ট ডেস্কঃ স্বাধীনতার পর এই প্রথম বাম শূণ্য বিধানসভা দেখল বাংলার মানুষ। আর এই বিষয়ে জন্য সিপিএমকেই দায়ী করল ফরওয়ার্ড ব্লক এবং সিপিআই (CPI)। ফরওয়ার্ড ব্লকের সুরেই সুর মিলিয়ে সিপিএমের দিকে আক্রমণাত্মক তির ছুঁড়ে দিল সিপিআই। সঙ্গে জানাল, বিরোধ ভুলে তৃণমূলের সঙ্গেও জোট করতে তাঁদের কোন আপত্তি নেই।

এক সাংবাদিক সম্মেলনে বুধবার সিপিআইয়ের রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় (Swapan Banerjee) জানিয়েছেন, ‘নির্বাচনের পূর্বে বিজেমূল বিষয়টা একদমই ভালোভাবে নেয়নি বাংলার মানুষ। অন্যদিকে তৃণমূলকেও ছোট করে দেখা ঠিক হয়নি। বিজেপিকে হারাতে তৃণমূলকেই প্রয়োজন। সেক্ষেত্রে সর্বভারতীয় ক্ষেত্রে তৃণমূলের সঙ্গে জোট বাঁধতেও আপত্তি নেই আমাদের’।

vvvv 2

সিঙ্গুর, নন্দীগ্রাম ইস্যুতে সিপিএমকে দোষারোপ করে বলেন, ‘শিল্পায়নের তত্ত্ব দিয়ে একটা সময় বিচ্ছিন্ন হয়ে পড়ি আমরা। যার ফলেই নন্দীগ্রাম, সিঙ্গুরে বিপর্যয় হয়। কিন্তু সেসবের পরও সিপিএম বলেছিল, নন্দীগ্রামে সবকিছু ঠিকই আছে। আর এবারেও সেটা গেলাতে চেয়েছিল। তবে নির্বাচনের পর সবকিছু এখন জলের মত পরিষ্কার হয়ে গেছে’।

বামশূণ্য বিধানসভা হওয়ার কারণে সিপিএমকে দোষারোপ করে তিনি বলেন, ‘এবারের নির্বাচনের পূর্বে, বাংলার মানুষের মতিগতি বোঝা সম্ভব হয়নি, আর সেই কারণেই এই ঐতিহাসিক বিপর্যয়। সংখ্যা নিয়ে বুঁদ থাকার পর, এখন আমরা বিধানসভায় শূণ্য অঙ্কে দাঁড়িয়ে। রোগী মারা যাওয়ার পর, তাঁর জন্য সঠিক ওষুধ খোঁজা হচ্ছে। এই বিষয়টা কিন্তু বামপন্থীদের কাছে মৃত্যুর সমান। বর্তমানে আমরা যে কত পরিমাণে জনবিচ্ছিন্ন, তা এই নির্বাচন স্পষ্ট করে দিল’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর