বিজেপি বিরোধী সমস্ত দলকে এক হয়ে নির্বাচনে লড়ার ডাক সিপিএম-এর

বাংলা হান্ট ডেস্কঃ একুশের নির্বাচন আর খুব একটা বেশি দেরি নেই, তবে তাঁর সেমিফাইনাল হিসেবে কয়েকটি বিধানসভার উপনির্বাচন হতে চলেছে। আর এরমধ্যে অন্যতম হল উত্তর দিনাজপুরের হেমতাবাদ বিধানসভা আসনের লড়াই। জানিয়ে রাখি, এই আসনে বিজেপির (Bharatiya Janata party) বিধায়ক দেবেন্দ্রনাথ রায় এর দেহ মাস খানেক আগে বাড়ি থেকে একটু দূরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছিল। এবার এই আসনে তৃণমূল (All India Trinamool Congress) ও বিজেপিকে হারাতে সমস্ত ধর্মনিরপেক্ষ দলগুলোকে এক হওয়ার ডাক দিলেন সিপিএমের (CPIM) জেলা সম্পাদক অপূর্ব পাল।

apurba

উপনির্বাচনের ঘোষণার আগেই ওই আসনে প্রার্থী না দিয়ে সিপিএমকে সমর্থন দেওয়ার কথা ঘোষণা করেছে কংগ্রেস। রাজ্য কংগ্রেসের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সিপিএমের জেলা সম্পাদক অপূর্ব পাল। তিনি জানান, ‘বিজেপি আর তৃণমূল মানুষের শত্রু। কেন্দ্রে ফ্যাসিস্ট সরকার চলছে, আর রাজ্যে চোর, ডাকাতদের সরকার চলছে।”

839544 cpimcong

উনি বলেন, প্রতিটি রাজনৈতিক দলের হাতে হাত ধরে সিপিএম ও কংগ্রেস হেমতাবাদে বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে প্রচারে নামবে এবং ভোটে লড়বে। রাজ্যে বিধানসভা ভোটে কংগ্রেস এবং সিপিএম-এর জোট হয়ে গিয়েছে। তবে আসন নিয়ে এখনো ভাগাভাগি হয় নি। আর একুশের ফাইনালের আগে বিধানসভার উপনির্বাচন গুলোকে সেমিফাইনাল হিসেবেই দেখছে সিপিএম ও কংগ্রেস। আর তাঁরা এই লড়াইয়ে জয়ের জন্য কোমর বেঁধেই মাঠে নামতে চলেছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর