বাংলা হান্ট ডেস্ক: কংগ্রেস বামেদের মধ্যে একজোট হয়েছে তা অটুট থাকবে৷ শুধু ভোট নয়, সমস্ত গণ আন্দোলনে এই দুই দল একসাথে লড়বে৷ গতকাল সিপিআইএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র মেদিনীপুরের বিদ্যাসাগর হল ময়দানে বক্তব্য রাখতে এসেছিলেন।
এদিন সূর্যকান্ত মিশ্র বলেন, রাজ্যে বিজেপি ও তৃণমূল বিরোধী যে গোষ্ঠীগুলো রয়েছে তাদেরকে একত্রে আনতে হবে৷ কংগ্রেসের সাথে বৈঠক করে এবং কেন্দ্রীয় কমিটিতে বামফ্রন্ট যা সিদ্ধান্ত নিয়েছিল এবং যে কৌশল লোকসভা নির্বাচনে দল ঠিক করেছিল তা একেবারে সঠিক ছিল৷ কিন্তু সে সমস্ত পরিকল্পনা ঠিক ভাবে প্রয়োগ করা যায়নি৷ এবার থেকে প্রতিটি ভোটে তা প্রয়োগ করতে হবে৷ এখান থেকেই অনেক শিক্ষা পাওয়া গেছে৷ স্থানীয় স্তরে তৃণমূল ও BJP বিরোধী যেসব কর্মসূচি নেওয়া হবে তাতেও কংগ্রেসকে সঙ্গে নিতে হবে৷ শুধু ভোট নয় সমস্ত গণ আন্দোলনে লড়তে হবে৷”
উল্লেখ্য, কাশ্মীরে পাঁচ বাঙালি শ্রমিক হত্যার ঘটনায় রাজ্য ও কেন্দ্রকে দুষেছেন CPI(M) নেতা মহম্মদ সেলিম। তিনি বলেন, ‘রাজ্যে কর্মসংস্থান নেই। অন্যদিকে, কাশ্মীরকে জঙ্গিমুক্ত রাজ্য হিসেবে BJP দাবি করছে। কিন্তু ৩৭০ ধারা উঠিয়ে দেওয়ার পরও এখনও জঙ্গিদের আনাগোনা ওই অঞ্চলে একই রকম রয়েছে। তাহলে এই মৃত্যুর দায় কার?’
অন্যদিকে আবার কাশ্মীরে জঙ্গি হানায় পাঁচ শ্রমিক এর নিশংস মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ করে তীব্র আক্রমণ করলেন মুকুল রায় কৈলাস বিজয়বর্গীয়। তাঁরা বলেন, “মমতা ব্যানার্জি তো বলেন উনি রোজ চাকরি দিচ্ছেন। তাহলে বাংলার মানুষকে জম্মু ও কাশ্মীরে গিয়ে কাজ করতে হচ্ছে কেন? তাই অন্যের দিকে আঙুল তোলার আগে নিজের দিকে তাকানো উচিত।”