ঘুরে গেলো ‘খেলা’! তৃণমূলের থেকে ছিনিয়ে পঞ্চায়েতের দখল নিল বাম-কংগ্রেস জোট, শোরগোল মুর্শিদাবাদে

   

বাংলা হান্ট ডেস্কঃ বঙ্গ রাজনীতিতে কি পরিবর্তন আসন্ন? খুব দ্রুত কি ঘুরে যেতে চলেছে ‘খেলা’? বর্তমানে রাজনীতিতে একের পর এক দুর্নীতি মামলা উঠে আসার পর এই সকল প্রশ্নগুলি উঠে চলেছে সর্বত্র। যেভাবে একাধিক দুর্নীতির মামলায় ক্রমশ ব্যাকফুটে চলে গিয়েছে শাসক দল, সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে পরবর্তী সময়ে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তিত হতে পারে বলে দাবি করছে একটি মহল। যদিও এ সকল অভিযোগ মানতে নারাজ তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। তবে এদিন মুর্শিদাবাদের (Murshidabad) গ্রাম পঞ্চায়েতে বাম কংগ্রেসের জয়লাভ সেই জল্পনাই যেন ফের একবার উস্কে দিলো। দীর্ঘ সময় ধরে তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েতের দখল নিলো বাম-কংগ্রেস জোট।

এদিন মুর্শিদাবাদের লালগোলা দেওয়ানসড়াই গ্রাম পঞ্চায়েতে প্রধান এবং উপপ্রধান নির্বাচন অনুষ্ঠিত হয়। এক্ষেত্রে অবশ্য তৃণমূলের অন্দরের গোষ্ঠীদ্বন্দ্বকেই সামনে এনেছেন স্থানীয়রা। সম্প্রতি, পঞ্চায়েত প্রধান আব্দুল কাদেরের বিরুদ্ধে একপ্রকার বিদ্রোহ ঘোষণা করেন তাঁর দলের কর্মীরাই আর সেই অনাস্থার কারণে পুনরায় একবার প্রধান এবং উপপ্রধান নির্বাচন এগিয়ে আনা হয়। এদিন সেই নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই ঘুরে গেল ‘খেলা’। দীর্ঘ সময় ধরে তৃণমূলের দখলে থাকা গ্রাম পঞ্চায়েতের দখল নিলো সিপিএম-কংগ্রেস জোট।

পরিসংখ্যান অনুযায়ী, গ্রাম পঞ্চায়েতের মোট ২৪ জন সদস্যের মধ্যে জোটের পক্ষে ভোট দিয়েছেন ১৩ জন এবং তৃণমূলের পক্ষে গিয়েছে ১১ টি ভোট। শেষপর্যন্ত এদিন পঞ্চায়েতের দখল নেয় বিরোধীরা। জোটের পক্ষ থেকে পঞ্চায়েতের প্রধান হিসেবে কংগ্রেসের সন্ধ্যা রানী দাস এবং উপপ্রধান পদে বামেদের মীরা সরকার মণ্ডলকে নিযুক্ত করা হয়েছে।

798012 cpim congress

উল্লেখ্য, এদিন ফল ঘোষণা হতেই চারিদিকে ছড়িয়ে পড়ে উল্লাস। এলাকার সর্বত্র বেরোয় বাম এবং কংগ্রেসের বিজয় মিছিল এবং সকল কর্মী সমর্থকরা স্লোগান দিয়ে ওঠেন, “২৩ এর ভোটে খেলা হবে।” পঞ্চায়েতে জয় প্রসঙ্গে এক সিপিএম নেতা বলেন, “এটা প্রত্যাশিত ছিল। অতীতে যেভাবে পঞ্চায়েত বোর্ড তৈরির সময় পুলিশদের দিয়ে বলপূর্বক নিজেদের কর্তৃত্ব স্থাপন করেছিল তৃণমূল, তাতে এই দিন আসারই ছিল।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর