বাংলাহান্ট ডেস্কঃ ৩৪ বছর বাংলা শাসনের পর মাত্র ১০ বছর আগে যে দলটা খানিকটা কর্পূরের মতো উবে গিয়েছিল, তাঁরা যেন আবার ঘুরে দাঁড়াল। পুরোপুরি না পারলেও, সবুজ ঝড়ের কলকাতার মাঝে গেরুয়া নয়, দেখা গেল লাল আবিরের ছড়াছড়ি।
রবিবার ছিল কলকাতা পুর নির্বাচন। আর মঙ্গলবার ছিল ফল প্রকাশ। সকাল থেকেই দেখা গিয়েছে বিভিন্ন ওয়ার্ডে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থীরা। ফলাফলের শেষে দেখা যায়, ১৪৪ টির মধ্যে ১৩৪ টিতেই জয়ী হয়েছে তৃণমূল। বিরোধীরা সকলে মিলে কবজা করতে পেরেছে মাত্র ১০ টি ওয়ার্ড।
বিরোধীদের মধ্যে দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিপিএম। জয় না পেলেও ১৪৪ টির মধ্যে ৬৫ টি ওয়ার্ডে দ্বিতীয় স্থান পেয় কিছুটা হলেও নিজেদের সম্মান রক্ষা করতে পেরেছে বলে মনে করছে বামেরা। জয়ের উচ্ছ্বাস না থাকলেও, বিজেপিকে নিয়ে বাড়তে থাকা উদ্বেগের মধ্যে যেন কিছুটা হলেও স্বস্তির ছাপ দেখা গেল আলিমুদ্দিন স্ট্রিটে।
এবিষয়ে সিপিএম নেতা কৌস্তভ চট্টোপাধ্যায়ের বক্তব্য, ‘রেড ভলেন্টিয়ারদের ব্যাপক কাজ থেকে শুরু করে তরুণ প্রজন্মের কর্মীদের পার্টিতে যোগদান, এই সাফল্যের ফলস্বরূপ। এটাকে নিয়েই সমর্থন বাড়িয়ে যেতে হবে আমাদের’। বিশেষজ্ঞদের মতে, বামেদের ভোট বিজেপির দিকে চলে গিয়েছিল বলে মনে করা হলেও, তার বেশ কিছুটা আবারও লাল শিবিরের কাছেই ফিরে এসেছে বলে মনে করা হচ্ছে।
১০ নম্বর বরোর ১২ টি ওয়ার্ডের মধ্যে বামেদের প্রাপ্ত ভোটের পরিমাণ প্রায় ২৫ শতাংশ, যার মধ্যে ৯ টিতে দ্বিতীয় স্থানে রয়েছে লাল শিবির। চার নম্বর বরোর দুটি ওয়ার্ডে জয় ও দুটি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে রয়েছে গেরুয়া শিবির, ভোটের হার ২০ শতাংশের বেশি।