বাংলাহান্ট ডেস্কঃ বিধানসভায় ভরাডুবির পর অস্তিত্ব সঙ্কটে ভুগছে বামেরা। ৩৪ বছর রাজ্যে শাসন করা দল শূন্যে নেমে যাবে, এটা কেউই ভাবতে পারেনি। বামেদের এই বিপর্যয় নিয়ে দলের অন্দরেই উঠছে নানান প্রশ্ন। সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য আইএসএফ-এর সঙ্গে জোট নিয়ে দলের উপর প্রশ্ন তুলেছেন। যার জেরে ওনাকে আলিমুদ্দিন থেকে শোকজও করা হয়েছে। আর এবার আরও এক সিপিএম নেতা দলের নীতি নিয়ে জোর সওয়াল করলেন।
বর্ষীয়ান সিপিএম নেতা তথা রায়দিঘির সংযুক্ত মোর্চার প্রার্থী কান্তি গঙ্গোপাধ্যায় তৃণমূলের সঙ্গে জোট করার স্বপক্ষে কথা বলেন। একদিনে আগে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছিলেন। তিনি দলের হার ভুলে গিয়ে বিজেপি তথা ফ্যাসিস্ট ধার্মিক মনোভাবকে রোখার জন্য তৃণমূল নেত্রীর ভূয়সী প্রশংসা করেছিলেন। কান্তিবাবু বলেছিলেন, যেই কাজটা বামপন্থীদের করা উচিৎ ছিল, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন।
এবার তিনি আরও এক পা এগিয়ে বলেন, বিজেপিকে রুখতে আমরা বিহারে লালু প্রসাদের দল RJD-র সঙ্গে জোট করেছি। তামিলনাড়ুতে DMK-র সঙ্গে জোট করেছি। এদের বিরুদ্ধেও একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে, তাহলে পশ্চিমবঙ্গে তৃণমূলের সঙ্গে জোট করতে সমস্যা কোথায়? তিনি বলেন, ধর্মীয় ফ্যাসিবাদ রুখতে সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তির একজোট হওয়ার দরকার। অনেক সময় বৃহত্তর বিপদের সামনে ক্ষুদ্র সমস্যার সঙ্গে আপোস করে নিতে হয়।