জুভেন্টাসের জার্সি গায়ে শততম ম্যাচে প্রথম এবং একমাত্র ফুটবলার হিসেবে নজির গড়লেন রোনাল্ডো

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বিয়েল মাদ্রিদ ছেড়ে 2018 সালে জুভেন্টাসে যোগদান করেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। এবার জুভেন্টাসের জার্সি গায়ে শততম ম্যাচ খেলে ফেললেন রোনাল্ডো। ইতালির ওল্ড লেডিদের জার্সি গায়ে শততম ম্যাচে মাইলস্টোন ছুঁলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো।

রোনাল্ডোর শততম ম্যাচে জেনোয়ার মুখোমুখি হয়েছিল জুভেন্টাস। আর এই ম্যাচেই জোড়া গোল করলেন তিনি। দুটি গোলই পেনাল্টি থেকে করে রোনাল্ডো। রোনাল্ডোর করা গোলের সুবাদে জেনোয়ার বিরুদ্ধে এই ম্যাচে জয়লাভ করে জুভেন্টাস। জেনোয়ার বিরুদ্ধে এই জয়ের ফলে 2000 সালের পর ইউরোপের সেরা পাঁচ লিগ মিলিয়ে প্ৰথম এবং একমাত্র ফুটবলার হিসেবে 400 তম ম্যাচ জয়ের নজির গড়লেন সি আর সেভেন।

রবিবার জেনোয়ার বিরুদ্ধে রোনাল্ডো প্রথম গোলটি করেন ম্যাচের 78 মিনিটে এবং 89 মিনিটে করেন দ্বিতীয় গোলটি। ইতিমধ্যেই জুভেন্টাসের জার্সি গায়ে 100 ম্যাচে 79 টি গোল করা হয়ে গেল রোনাল্ডোর। সিরি-এ তে 11 ম্যাচে 23 পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগ টেবিলের চার নম্বরে রইল জুভেন্টাস।

সম্পর্কিত খবর

X