বড়সড় ফাটল হাওড়া-তারকেশ্বর ট্রেন লাইনে, সাতসকালেই দুর্ভোগের শিকার নিত্যযাত্রীরা

বাংলাহান্ট ডেস্ক : সাতসকালেই ট্রেন (Train Services) চলাচলে বাধা। এতদিন উত্তরবঙ্গে ট্রেনের স্টেশনের কাজ ও স্টেশনকে সুন্দর ভাবে সাজানোর জন্য বন্ধ ছিল উত্তর পূর্ব রেলওয়ের ট্রেন যাতায়াত। এবার রেললাইনে ফাটল (Crack) ধরায় ট্রেনযাত্রীদের বিপত্তি বাড়ল। জানা গিয়েছে, আজ সকালে হাওড়া তারকেশ্বর লাইনের (Tarkeshwar-Howrah Rail Line) কৈকালা স্টেশনের কাছের একটি পাতে ফাটল দেখা দেয়। মুহূর্তেই ফাটলের কথা ছড়িয়ে পড়ে নালিকুল, সিঙ্গুর, হরিপাল, তারকেশ্বর সহ নিকটবর্তী সমস্ত স্টেশনে। বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল।

তবে রেল কর্তৃপক্ষের (Indian Railway) তরফে এক ঘন্টার মধ্যে লাইনের ফাটল সারিয়ে ফেলা হলেও শেষ খবর পাওয়া অনুযায়ী, ওই লাইনে ট্রেন চলাচল এখনো ঠিকঠাক করে শুরু হয়নি। রেলের পক্ষ থেকে জানানো হয় যে, আজ সকাল ৫:৫০টার সময় ডাউন হাওড়া- তারকেশ্বর লোকাল ট্রেনটি ছাড়ে। কিন্তু কৈকালা স্টেশন ছাড়ার পরেই ট্রেনের পাতের মাঝখান ফাঁকা হয়ে সেখানে একটি বড় চিড় দেখা দেয়। ঘটনাটি জানার সঙ্গে সঙ্গেই রেলের আধিকারিকরা সেখানে পৌঁছে যান এবং তাঁদের কাজ শুরু করে দেন।

তবে, রেল সূত্রে আরও খবর জানানো হয় যে, আপ হাওড়া- তারকেশ্বর ট্রেনটির কোনো ক্ষতির খবর নেই। শেষ পাওয়া সূত্রের খবর অনুযায়ী সকাল সাড়ে সাতটার পর থেকেই ডাউন হাওড়া- তারকেশ্বর লাইনে ট্রেন যাতায়াত করছে, তবে আগের তুলনায় বেশ কিছুটা সময় বেশী লাগছে। যদিও এখনো পরিস্থিতি সম্পূর্ণ ভাবে এখনো ঠিক হয়নি। যদিও হাওড়া-তারকেশ্বর আপ লাইনে ট্রেন চলাচল প্রথম থেকেই স্বাভাবিক ছিল।

Crack line

প্রসঙ্গত উল্লেখ্য, এই শাখায় আরামবাগ-গোঘাট-হরিপাল-সিঙ্গুরের যাত্রীদের ভিড় থাকে বরাবারই। তার মধ্যেই দিনের শুরুতে ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন অনেকে। যদিও শনিবার-রবিবার অফিস যাত্রীদের ভিড় কিছুটা কম থাকে। আর তাতেই যে সবদিক রক্ষা পেয়েছে একথা বলাই বাহুল্য।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর