ফের ফাটল দেখা দিল উল্টোডাঙা উড়ালপুলে, ঘটনায় তীব্র আতঙ্ক

বাংলাহান্ট ডেস্ক : ফের খবরের শিরোনামে উল্টোডাঙা উড়ালপুল। শহরের অন্যতম এই ব্যস্ত উড়ালপুলে ধরা পড়ল ফাটলের ছবি। ইএম বাইপাস থেকে লেকটাউন যাওয়ার পথের একটি উইংসে ফের ফাটল লক্ষ্য করা গেল। উল্টোডাঙা উড়ালপুল নতুন করে ফাটল ধরার ঘটনায় স্বাভাবিকভাবেই ছড়িয়েছে আতঙ্ক। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান কেএমডিএ এর ইঞ্জিনিয়াররা। তারা ক্ষতস্থানটি পরীক্ষা করে দেখছেন।

সূত্রের খবর প্রথমে স্থানীয় বাসিন্দারা এই ফাটলটি লক্ষ্য করেন। তারা দেখেন ব্রিজ থেকে নামার সময় একটি পিলারে লম্বালম্বি ভাবে ফাটল ধরেছে। পাশাপাশি আরও বেশ কয়েকটি ছোট ছোট ফাটলও দেখা গেছে আশেপাশে। অতীতের কথা ভেবে উত্তর কলকাতার এই উড়ালপুলটি নিয়ে ফের নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে সবার মনে।

অতীতে উল্টোডাঙা উড়ালপুলে বেশ কয়েকটি বড় দুর্ঘটনা ঘটেছে। ভিআইপি রোড ও ইএম বাইপাসের মধ্যিখানে সংযোগ রক্ষাকারী একটি ৬০ মিটার দীর্ঘ বাঁক রয়েছে। ২০১৩ সালে উল্টোডাঙা উড়ালপুলের ইএম বাইপাস মুখী একটি অংশ ভেঙে যায়। এয়ারপোর্টের দিকের একটি রাস্তায় ধস দেখা যায়। সেই সময় অন্য দিক থেকে আসা একটি মালবাহী গাড়ি পড়ে যায় খালে। পরীক্ষার পর ইঞ্জিনিয়াররা জানান পিলারের উপরের অংশে ইস্পাত খানিকটা করে সরে গিয়েছিল। ওই অংশ মেরামতির পর ফের ২০১৪ সালে খুলে দেওয়া হয় উড়ালপুলটি। ওই দুর্ঘটনার পর উড়ালপুল দিয়ে বাস ,লরির মত ভারী যানবাহনের চলাচল নিষিদ্ধ করা হয়।

উল্লেখ্য পোস্তা ও মাঝেরহাট ব্রিজ দুর্ঘটনার পর নিয়মিত সেতুর স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সেই অনুযায়ী নিয়মিত স্বাস্থ্য পরীক্ষাও করা হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে। এরপরও কিভাবে এত বড় একটি ফাটল দেখা গেল উল্টোডাঙ্গা উড়ালপুলে তা নিয়ে উঠছে প্রশ্ন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর