লাল গ্রহে ৩৭৮ দিন কাটিয়ে এলেন ৪ বিজ্ঞানী! মঙ্গলে মানুষের বসতি তৈরির প্রস্তুতি শুরু করলো NASA

বাংলাহান্ট ডেস্ক : চাঁদের পর এবার বিজ্ঞানীদের লক্ষ্য মঙ্গল গ্রহ (Mars)। লাল গ্রহে মানুষ পাঠানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে নাসা। সবকিছু ঠিকঠাক থাকলে ২০৩০ সাল নাগাদ মঙ্গল গ্রহে মানুষ পাঠাতে পারে নাসা। মঙ্গল গ্রহে কীভাবে কাটাতে হবে তার প্রস্তুতি হিসেবে একটি পরীক্ষা চালিয়েছিল নাসা। এই পরীক্ষার অংশ হিসাবে বেছে নেওয়া হয়েছিল কানাডিয়ান জীববিজ্ঞানী কেলি হেস্টন সহ চারজনকে।

মঙ্গল (Mars) থেকে ঘুরে এলেন ৪ বিজ্ঞানী

এক বছর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালানোর পর এই চার বিজ্ঞানী ফিরে এসেছেন। নাসার জনসন স্পেস সেন্টারের ডেপুটি ডিরেক্টর স্টিভ কর্নার বলেন, ‘আমরা মঙ্গলে মানুষ পাঠানোর প্রস্তুতি নিচ্ছি।’ নাসার এই চার বিজ্ঞানী ৩৭৮ দিন ছিলেন মানুষের সংস্পর্শ থেকে দূরে। মঙ্গল গ্রহে (Mars) মানুষ পাঠানোর প্রস্তুতির অঙ্গ হিসেবে নাসা তৈরি করেছে বিশেষ কক্ষ।

আরোও পড়ুন : অবাক পুরো বিশ্ববাসী! নতুন রেকর্ড গড়ে চমকে দিল কলকাতা

এই বিশেষ কক্ষ বা ঘর তৈরি করা হয়েছে হিউস্টনের জনসন স্পেস সেন্টারে। সেখানেই পাঠানো হয়েছিল এই চার বিজ্ঞানীকে। মঙ্গল গ্রহের (Mars) অবস্থার সাথে সাদৃশ্য রেখে তৈরি করা হয়েছিল এই ঘর। বিজ্ঞানীদের এখানে পাঠানোর মূল উদ্দেশ্য ছিল মঙ্গল গ্রহের অবস্থার সাথে নিজেদের খাপখাইয়ে নেওয়া। এখানে থাকার সময় এই বিজ্ঞানীরা চাষাবাদও করেছিলেন বলে জানা যাচ্ছে।

আরোও পড়ুন : পাত্তা পাবে না আদানি-আম্বানি! অবাক করবে ভারতের এই ১০ ধনী মন্দিরের আয়

আঙ্কা সেলারিউ, রস ব্রকওয়েল, নাথান জোন্স এবং দলনেতা কেলি হেস্টন ৩৭৮ দিন এখানে কাটানোর পর অবশেষে ফিরে এসেছেন। এই অভিযান থেকে ফিরে আসার পর ডঃ জোন্স বলেন, ‘আমি আশা করি আমি এখানে আপনাদের সবার সামনে দাঁড়িয়ে কাঁদব না,’ তবে ভিড়ের মধ্যে নিজের স্ত্রীকে দেখতে পেয়ে তিনি আর সামলে রাখতে পারেননি চোখের জল।

microsoftteams image 1

নাসার তৈরি ক্রু হেলথ অ্যান্ড পারফরম্যান্স এক্সপ্লোরেশন অ্যানালগ (CHAPEA) এর মার্স ডুন আলফা হিউস্টন একটি 3D প্রিন্টেড ১৭০০ বর্গফুট চেম্বার। মঙ্গল গ্রহের মতো পরিবেশ তৈরি পাশাপাশি এখানে জিম, রান্নাঘর ও গবেষণা কেন্দ্র নির্মাণ করা হয়েছিল। তবে, সব মিলিয়ে চর্চায় উঠে এসেছে নাসার তৈরি এই কৃত্রিম মঙ্গল।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর