চলতি বছরের একেবারে শেষের দিকে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর রয়েছে। ইতিমধ্যে এই সফরে সবুজ সংকেত দিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। তবে সৌরভ গাঙ্গুলি ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে একটি শর্ত রেখেছেন। সৌরভ গাঙ্গুলি দাবি করেছিলেন যে অস্ট্রেলিয়ায় গিয়ে বিরাট কোহলিদের 14 দিন নয় আরো কম সময় কোয়ারেন্টিনে রাখতে হবে। কিন্তু সৌরভ গাঙ্গুলীর সেই শর্ত মানতে নারাজ ক্রিকেট অস্ট্রেলিয়া। তাদের দাবি অস্ট্রেলিয়ায় এসে কোহলিদের 14 দিনই কোয়ারেন্টিনে থাকতে হবে।
করোনা আতঙ্ক উপেক্ষা করে আইসিসির দেওয়া সমস্ত বিধি-নিষেধ মেনে ইতিমধ্যেই 22 গজে নেমে পড়েছে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। এই মুহূর্তে ইংল্যান্ডের মাটিতে চলছে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজ। কিন্তু বিরাট কোহলিরা কবে বাইশ গজে নামবে? এর কোন উত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি।
তবে এরই মধ্যে ভারতীয় ক্রিকেট প্রেমীদের স্বস্তি দিয়ে বিসিসিআই জানিয়ে দেয় ডিসেম্বর মাসেই বাইশ গজে নামতে চলেছে ভারত। তবে সৌরভ গাঙ্গুলি চেয়েছিলেন অস্ট্রেলিয়া গিয়ে কোহলিদের যাতে আরও কম সময় কোয়ারেন্টিনে থাকতে হয় কারণ দাদার মতে 14 দিন কোয়ারেন্টিনে থাকা অবস্থায় ক্রিকেটারদের মধ্যে হতাশা চলে আসতে পারে যার প্রভাব পড়বে ম্যাচ। তবে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে এই 14 দিন ক্রিকেটারদের হোটেলের রুমে থাকতে হবে না। তারা মাঠে অনুশীলন করার সুযোগ পাবেন। তবে এই সমস্তটাই করা হবে চিকিৎসক এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে।