আসন্ন মরশুমে KKR-এর ভাগ্য বদলে দেবে এই দুই ক্রিকেটার, রয়েছেন দুরন্ত ফর্মে

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আইপিএল ২০২২ কলকাতা নাইট রাইডার্সকে তাদের প্রথম ম্যাচ খেলতে হবে গতবারের বিজয়ী দল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। প্রসঙ্গত, গতবার তাদের বিরুদ্ধেই আইপিএল ফাইনাল হেরেছিল নাইটবাহিনী। আইপিএল ২০২২-এর মেগা নিলামে কলকাতা তাদের দলকে বেশ কিছুটা বদলে নিয়েছে। দলের নেতৃত্বও ভারতের তরুণ তারকা খেলোয়াড় শ্রেয়স আইয়ারের হাতে। এছাড়াও, ভেঙ্কটেশ আইয়ারও আইপিএলের ১৫ তম মরশুমে ফের একবার ব্যাট হাতে ওপেন করতে প্রস্তুত। এছাড়া আছেন অভিজ্ঞ টিম সাউদি প্যাট কামিন্সের মতো বিপজ্জনক বোলাররা। সেইসঙ্গে আন্দ্রে রাসেল ও সুনীল নারায়ণের অলরাউন্ড স্কিল দলের ব্যাটিং গভীরতা বাড়াবে।

কলকাতা নাইট রাইডার্সের মালিকরা এবার শ্রেয়স আইয়ার এবং ভেঙ্কটেশ আইয়ারের কাছ থেকে ভালো পারফরম্যান্স আশা করবেন। শ্রেয়স আইয়ার এখন টি-টোয়েন্টি আন্তর্জাতিক, ওডিআইয়ের পর ভারতীয় টেস্ট দলে নিজের জায়গা নিশ্চিত করেছেন এবং সম্প্রতি দুরন্ত ফর্মে রয়েছেন। অধিনায়কত্বের ভার সামলে তিনি কতটা ভালো পারফরম্যান্স করতে পারবেন সেইদিকে নজর থাকবে।

   

shreyas iyer

একইসঙ্গে, ভেঙ্কটেশ আইয়ার আইপিএল ২০২১ পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে চাইবেন। নিজের আইপিএলের পারফরম্যান্সের ভিত্তিতে তিনি ভারতের হয়েও সুযোগ পেয়েছেন এবং মিডল অর্ডার নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। এমনকি এখন তাকে তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার বিকল্প হিসেবেও তাকে বিবেচনা করা হচ্ছে। তাই তাকে নিয়ে আশায় থাকবেন নাইটভক্তরা

কেকেআরের সম্ভাব্য একাদশ:
ভেঙ্কটেশ আইয়ার, সুনীল নারায়ণ, অজিঙ্কা রাহানে, শ্রেয়স আইয়ার, স্যাম বিলিংস, আন্দ্রে রাসেল, শেলডন জ্যাকসন (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, শিবম মাভি, বরুণ চক্রবর্তী, এবং রিংকু সিং

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর