ক্রিকেটে ফের বল বিকৃত কাণ্ড! এবার নির্বাসিত করা হল ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটারকে।

ফের ক্রিকেট মহলে ঘটল বল বিকৃত কান্ড। এবার বল বিকৃত কান্ড ঘটল আফগানিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলরের (আইসিসির) তরফে বল বিকর্ত করার অপরাধে চার ম্যাচ সাসপেন্ড করা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার নিকোলাস পুরাণকে।

লখনউয়ে অনুষ্ঠিত ওয়েস্ট ইন্ডিজ বনাম আফগানিস্তানের মধ্যে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ চলাকালীন বল বিকৃত করার অভিযোগ ওঠে ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার নিকোলাস পূরণের বিরুদ্ধে। এর পরেই অভিযোগের উপর ভিত্তি করে আইসিসি এই পুরো ঘটনাটা ক্ষতিয়ে দেখে নির্বাসিত করে ক্যারিবিয়ান তারকা পুরাণকে।

   

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নিয়ামক সংস্থার তরফে মেল পাঠিয়ে জানানো হয়েছে পুরান আইসিসির কোড অফ কন্ট্রোল ভেঙেছেন। নিজের অপরাধের কথা স্বীকার করে নেন পুরান। ফলে পুরণকে আইসিসির 2.14 ধারা লঙ্ঘন করার অপরাধে শাস্তি দেওয়া হয়। ভিডিওতে পরিস্কার দেখা যাচ্ছে পুরান নখ দিয়ে বল খুটছিলেন।

7253726cc8d740e3b960716b3d4f2197564adf5

ম্যাচ চলাকালীন পুরাণের বিরুদ্ধে বল বিকৃত করার অভিযোগ আনেন অন ফিল্ড আম্পায়ার আহমেদ দুরানি এবং বিসমিল্লা সিনওয়ারী, তৃতীয় আম্পায়ার আহমেদ পাকতিন এবং চতুর্থ আম্পায়ার ইজাতুল্লাহ সফি।

এই অপরাধের ফলে আইসিসি দ্বারা নির্বাসিত হয়ে পরের চারটি ম্যাচে পুরান মাঠে নামতে পাবেন না ওয়েস্ট ইন্ডিজের হয়ে। এমনকি এই ঘটনার জন্য পুরাণের নামের সাথে পাঁচ ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে। শাস্তি পাওয়ার পর পুরান ওয়েস্ট ইন্ডিজ সমর্থক এবং নিজের দলের সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন সেই সাথে আফগানিস্তান দলের কাছেও তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন। তিনি আরও বলেন, পুরান বলেন এই ঘটনা থেকে আমার একটা বড় শিক্ষা হল ভবিষ্যতে এমন ভুল আর করবো না।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর