বাংলা হান্ট ডেস্ক: ক্রিকেট অনুরাগীদের জন্য এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। মূলত, ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে (Los Angeles Olympics 2028) ক্রিকেটের প্রত্যাবর্তনের প্রসঙ্গে একটি বড় ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, ইতিমধ্যেই ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেসে সম্পন্ন হতে চলা অলিম্পিকে মেডেল ম্যাচের তারিখ এবং স্থান প্রকাশ করা হয়েছে।
অলিম্পিকে ক্রিকেটের (Los Angeles Olympics 2028) প্রত্যাবর্তন:
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, দীর্ঘ ১২৮ বছর পর অলিম্পিকে (Los Angeles Olympics 2028) ক্রিকেটের প্রত্যাবর্তন ঘটছে। ১৯০০ সালে প্যারিস অলিম্পিকে শেষবার ক্রিকেট খেলা হয়েছিল। সেই সময়ে মাত্র ২ টি দল, গ্রেট ব্রিটেন এবং ফ্রান্স সেখানে অংশগ্রহণ করেছিল। সেই ঐতিহাসিক ম্যাচে গ্রেট ব্রিটেন গোল্ড মেডেল জিতেছিল। তারপর থেকে ক্রিকেট অলিম্পিক থেকে বাদ পড়ে। তবে, এবার এর ইতিহাসের পুনরাবৃত্তি করে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট ফিরে আসতে চলেছে।
Big news!🚨
We’re celebrating being exactly three years out from the 2028 Olympic Games by sharing the OFFICIAL OLYMPIC COMPETITION SCHEDULE! From where the first medal will be awarded to action-packed days that already have us cheering, this schedule is the first step in… pic.twitter.com/8rgSjFwlgQ
— LA28 (@LA28) July 14, 2025
তথ্য অনুযায়ী, ২০২৮ সালের অলিম্পিকের ক্রিকেট ম্যাচগুলি লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে পোমেনা শহরের ফেয়ারগ্রাউন্ডস স্টেডিয়ামে সম্পন্ন হবে। ২০২৮ সালের ১২ জুলাই ক্রিকেট ম্যাচ শুরু হবে। পাশাপাশি, ২০ ও ২৯ জুলাই স্বর্ণপদকের ম্যাচ সম্পন্ন হবে। ২০২৮ সালের অলিম্পিকে (Los Angeles Olympics 2028) মোট ১৬ দিনের ক্রিকেট উত্তেজনা দেখা যাবে। এমতাবস্থায়, এটাই দেখার মিল এবং ওমেন্স বিভাগের কোন দলগুলি গোল্ড মেডেল হাসিল করতে সফল হয়। তবে, এর জন্য আমাদের আরও ৩ বছর অপেক্ষা করতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য যে, ভারতের এবং ওমেন্স দলকে পদক জয়ের শক্তিশালী দাবিদার হিসেবে অলিম্পিকে অংশগ্রহণ করতে দেখা যাবে।
আরও পড়ুন: সমস্ত উৎকণ্ঠার অবসান! নিরাপদে পৃথিবীতে প্রত্যাবর্তন শুভাংশুদের, শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
৬ টি করে দল অংশগ্রহণ করবে: জানিয়ে রাখি যে, পুরুষ এবং মহিলা উভয় বিভাগেই মোট ৬ টি দল অংশগ্রহণ করবে। প্রতিটি দল ১৫ জন করে খেলোয়াড়ের স্কোয়াড ঘোষণা করবে। এইভাবে, উভয় বিভাগে মোট ১৮০ জন খেলোয়াড় এই ঐতিহাসিক অলিম্পিকে (Los Angeles Olympics 2028) অংশগ্রহণ করবে। এদিকে এই টুর্নামেন্টের ফরম্যাট এমন যে বেশিরভাগ দিনে ২ টি করে ম্যাচ খেলা হবে। যদিও ১৪ এবং ২১ জুলাই কোনও ম্যাচ সম্পন্ন হবে না।
আরও পড়ুন: সৌরভ গাঙ্গুলিকে মাথায় রেখেই লর্ডস টেস্টে জিতেছে ইংল্যান্ড! রাখঢাক না রেখে কী জানালেন বেন স্টোকস?
IOC ৫ টি নতুন খেলার অনুমোদন দিয়েছে: প্রসঙ্গত উল্লেখ্য যে, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (IOC) ২০২৮ অলিম্পিকের (Los Angeles Olympics 2028) জন্য ৫ টি নতুন খেলার অনুমোদন দিয়েছে। এর মধ্যে ক্রিকেট ছাড়াও রয়েছে বেসবল/সফটবল, ফ্ল্যাগ ফুটবল, ল্যাক্রোস (সিক্স) এবং স্কোয়াশ। অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্তির পেছনের একটি বড় কারণ হল এই খেলার জনপ্রিয়তা। এছাড়াও, অলিম্পিকে ফের ক্রিকেট অন্তর্ভুক্তির ফলে খেলাধুলার বৈচিত্র্য এবং উত্তেজনা বৃদ্ধি পাবে বলেও অনুমান করা হচ্ছে।