দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় শোকস্তব্ধ ক্রিকেট দুনিয়া! গম্ভীর-ধাওয়ান দিলেন বিশেষ বার্তা

Published on:

Published on:

Cricket world in shock after deadly Delhi blast.
Follow

বাংলা হান্ট ডেস্ক: গত সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লার কাছে আচমকাই ভয়াবহ বিস্ফোরণ (Delhi Blast) ঘটে। যেখানে মৃত্যু হয়েছে ১১ জনের এবং বহু মানুষ আহত হয়েছেন। এই ঘটনার পর, সরকার সহ সমস্ত নিরাপত্তা সংস্থা অত্যন্ত সতর্ক রয়েছে। শুধু তাই নয়, মুম্বাই এবং কলকাতার মতো প্রধান শহরগুলিতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ (Delhi Blast):

এই ঘটনার পরিপ্রেক্ষিতে টিম ইন্ডিয়ার হেড কোচ তথা বিজেপির প্রাক্তন সাংসদ গৌতম গম্ভীর তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন এবং নিহতদের উদ্দেশ্যে শোক প্রকাশ করে তাঁদের পরিবারের প্রতি সহানুভূতি প্রদর্শন করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। গৌতম গম্ভীর লিখেছেন, “দিল্লিতে বিস্ফোরণে (Delhi Blast) প্রাণহানির ঘটনায় আমি শোকাহত। নিহতদের পরিবাররা যাতে শক্তি পান এবং আহতরা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেই কামনা করছি।”

এদিকে, BCCI সভাপতি মিঠুন মানহাসও নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, “লালকেল্লার কাছে মেট্রো স্টেশন ১-এর নিকট বিস্ফোরণের (Delhi Blast) ভয়াবহ খবর সামনে এসেছে।” অপরদিকে, টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার শিখর ধাওয়ান জানিয়েছেন, “দিল্লির লাল কেল্লার কাছে গাড়ি বোমা বিস্ফোরণে মর্মান্তিক মৃত্যুর খবরে অত্যন্ত দুঃখিত। আমার প্রার্থনা ক্ষতিগ্রস্তদের এবং তাদের পরিবারের সঙ্গে রয়েছে। আসুন আমরা সবাই নিরাপদে এবং সতর্ক থাকি।”

আরও পড়ুন: ১৬ বছরের কমবয়সীদের জন্য নিষিদ্ধ সোশ্যাল মিডিয়া! বড় সিদ্ধান্ত নিল এই দেশের সরকার

এই ঘটনায় পুলিশ বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন (UAPA)-র অধীনে মামলা দায়ের করেছে। তদন্তকারী সংস্থাগুলি প্রতিটি দিক বিবেচনা করে তদন্ত করছে। এদিকে, দিল্লি বিস্ফোরণে (Delhi Blast) ব্যবহৃত গাড়ি সম্পর্কে কিছু নতুন তথ্যও উঠে এসেছে। কয়েকশ সিসিটিভি ক্যামেরা পরীক্ষা করার পর, পুলিশ বিস্ফোরণের আগে গাড়িটি কতদূর সফর করেছিল এবং লালকেল্লার কাছে ঘটনাস্থলে পৌঁছনোর জন্য গাড়িটি কোন কোন পথ নিয়েছিল তা জানার চেষ্টা করছে।

আরও পড়ুন: IPL ২০২৬-এর আগে বড় পরিবর্তন! এই ৫ তারকা খেলোয়াড়কে ছেড়ে দিতে পারে KKR

প্রাপ্ত তথ্য অনুযায়ী, জানা গেছে যে গাড়িটি বিকেল ৪ টার দিকে সোনালী মসজিদের পার্কিং লটে প্রবেশ করে এবং ২ ঘন্টা ধরে সেখানেই পড়ে থাকে। এটা এখনও জানা যায়নি যে সেখানে গাড়িটি রাখার উদ্দেশ্য কী ছিল? এদিকে, বিস্ফোরণের (Delhi Blast) সময়ে গাড়িতে ৩ জন ছিল বলে জানা গেছে।