‘ভারতে আমাকে জাদু মন্ত্র করা হয়”, বিস্ফোরক দাবি মিচেল মার্শের

বাংলাহান্ট ডেস্ক : কী এক অদ্ভুত দাবি করে বসলেন অজি ক্রিকেটার মিচেল মার্শ। অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার খেলোয়াড় জানিয়ে দিলেন ভারতে নাকি তাঁকে জাদুমন্ত্র করা হয়েছিল। আর সেকারণেই নাকি আইপিএল ২০২২ টুর্নামেন্টে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার সময় তিনি হঠাৎই অসুস্থ হয়ে পড়েন।

মিচেল মার্শ বরাবরই তাঁর ঝোড়ো ইনিংসের জন্য বিখ্যাত। ব্যাট হাতে কাঁপুনি ধরা বিশ্বের যেকোনও বোলারকে। কিন্তু টুর্নামেন্টে শুরুর দিকে বেশ কিছুটা নড়বড়ে দেখাচ্ছিল তাঁকে। তবে টুর্নামেন্টের যত এগিয়েছে মার্শের ব্যাট ততই ঝলসে উঠেছে। এই মরশুমের টুর্নামেন্টে তিনি মোট ২৫১ রান করেছেন। স্ট্রাইক রেট ১৩২.৮০। ডেভিড ওয়ার্নারের সঙ্গে ইনিংস ওপেন করে দিল্লির ইনিংসকে দুরন্ত গতি দিতেন তিনি।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে মিশেল মার্শ বললেন, ‘প্রথম ২ সপ্তাহ ভারতে কাটানোর পর, আমার মনে হয় থেকে আমাকে কেউ তুকতাক করেছিল।”

বর্তমানে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে কলম্বোয় রয়েছেন শন মার্শ। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে আইপিএল ২০২২ মরশুমের শুরুটা খানিক টলমল হলেও তারপর আমি যথেষ্ট ভালো খেলেছি।

তিনি আরও যোগ করেছেন, ‘প্রাথমিক চোট কাটিয়ে ওঠার পর একটা ম্যাচ খেললাম। কিন্তু, এরপরই আবার কোভিড ভাইরাসে আক্রান্ত হলাম। ফলে শুরুটা যে খুব একটা ভালো হয়নি, তা বলা যেতেই পারে। কিন্তু, সবকিছু কাটিয়ে যখন আবারও আমি ২২ গজে ব্যাট হাতে নামলাম তারপর থেকে ধারাবাহিকভাবে রান করে গিয়েছি। তবে একথা বলতে পারি যে ভারতে খুব ভালো একটা সময় কাটিয়েছি।’

দিল্লি ক্যাপিটালস দলের প্রধান কোচ রিকি পন্টিংয়েরও প্রশংসা করেছেন মার্শ। তিনি বলেন অস্ট্রেলিয়ার এই প্রাক্তন অধিনায়ক দলের সতীর্থ ক্রিকেটারদের মধ্যে আত্মবিশ্বাস ঢুকিয়ে দেন।

মার্শ বললেন, ‘প্রত্যেকেই ওঁর ব্যাপারে যথেষ্ট প্রশংসা করেন। ক্রিকেট দুনিয়ায় রিকি যে সাফল্য অর্জন করেছেন, তা এককথায় অসাধারণ। তবে পাশাপাশি দলের সতীর্থ ক্রিকেটারদেরও তিনি সমান যত্ন নেন। আমি মনে করি, এই গুণের কারণেই তাঁকে দলের কোচ হিসেবে নির্বাচন করা হয়েছে।’

Untitled design 83 1

সেইসঙ্গে তিনি আরও যোগ করেছেন, ‘সবথেকে বড় ব্যাপার তিনি দলের ক্রিকেটারদের একটাই কথা বোঝানোর চেষ্টা করেন যে তাঁরা দিল্লি দলটার জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ। দলের প্রত্যেক ক্রিকেটারের রন্ধ্রে রন্ধ্রে তিনি ঢুকিয়ে দিয়েছেন আত্মবিশ্বাস। আর এই অবদমিত আত্মবিশ্বাসই দলের ছেলেদের ভালো খেলতে উদ্বুদ্ধ করে।’ দিল্লি এবারের আইপিএল ২০২২-এ প্লে অফে যেতে পারে নি ঠিকই, কিন্তু মিচেল মার্শের বেশ কয়েকটি ইনংস মন জিতেছিল দর্শকদের।


Sudipto

সম্পর্কিত খবর