ওরা বদলে গিয়েছে ক্রিকেট ও নারীদের সমর্থন করছে, তালিবানের হয়ে ব্যাট ধরলেন শাহিদ আফ্রিদি

বাংলা হান্ট ডেস্কঃ পাক বিস্ফোরক ক্রিকেটার তথা অলরাউন্ডার শাহিদ আফ্রিদি এর আগেও একাধিকবার নিজের বয়ান নিয়ে বিতর্কে জড়িয়েছেন। বিশেষত কাশ্মীরকে কেন্দ্র করে তাঁর বেশ কিছু বয়ান বিতর্কের কারণ হয়েছে। এমনকি বেশকিছু ক্ষেত্রে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়েও তার মন্তব্য সমালোচনার মুখে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এবার পাকিস্তানের এই স্টার ক্রিকেটারকে দেখা গেল সরাসরি তালিবানদের সমর্থনে কথা বলতে।

শাহিদের মতে, এখন তালিবানরা অনেক বদলে গিয়েছে। তারা ক্রিকেটকে সমর্থন করে, এবার তারা অনেক বেশি ইতিবাচক মন নিয়ে শাসন ক্ষমতায় এসেছে। প্রসঙ্গত উল্লেখ্য, পাক প্রধানমন্ত্রী তথা প্রাক্তন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার ইমরান খানকেও তালিবানদের খোলা প্রশংসা করতে দেখা গিয়েছে। এমনকি তিনি তো এই জয়কে ‘দাসত্বের শৃংখল থেকে মুক্তি’ বলতেও দ্বিধা করেননি। এবার একই পথে হাঁটলেন আফ্রিদিও। কার্যত সংবাদমাধ্যমের সামনে তালিবানের ভূয়সী প্রশংসা করলেন তিনি।

শাহিদ আফ্রিদি তার বক্তব্যে বলেন, “তালিবানরা এবার একটি বড় ইতিবাচক মন নিয়ে এসেছে, এই বিষয়গুলি আগে দেখা যায়নি। মহিলাদের কাজ করার অনুমতি দেওয়া হচ্ছে, রাজনীতিতে আসতেও দেওয়া হচ্ছে। শুধু তাই নয় ক্রিকেটকেও সমর্থন করছে তালিবানরা।” তিনি আরও বলেন এবার হয়তো পরিস্থিতির কারণে আফগানিস্তান, শ্রীলঙ্কা সিরিজ বন্ধ করে দিতে হয়েছে, কিন্তু আগামী দিনের জন্য ক্রিকেটকে সমর্থন দিচ্ছে তালিবানরা।

একদিকে যেমন তালিবানকে সারা বিশ্বের দরবারে ভালো প্রমাণ করতে মরিয়া পাকিস্তান, তেমনি অন্যদিকে তালিবানরাও পরিষ্কার জানিয়েছে পাকিস্তান তাদের দ্বিতীয় ঘর এবং তাদের দেশে পাকিস্তানবিরোধী কোন কাজ সহ্য করবেন না তারা। যদিও কাশ্মীরকে কেন্দ্র করে নিরাপদ দূরত্ব বজায় রেখেছে তালিবান। তারা পরিষ্কার জানিয়েছে, এটি ভারত এবং পাকিস্তানের আভ্যন্তরীণ মামলা, তাদের নিজেদেরই সমাধান খুঁজে বের করা উচিত।

 


Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর