বাংলা হান্ট ডেস্ক: শনিবার অর্থাৎ ১২ এপ্রিল ২০২৫ তারিখে সারা দেশে হনুমান জয়ন্তী (Hanuman Jayanti) মহাসমারোহে পালিত হচ্ছে। হিন্দু পঞ্জিকা অনুসারে, প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তী পালিত হয়। এই উপলক্ষ্যে দেশের প্রায় প্রতিটি হনুমান মন্দিরে ভক্তদের ভিড় দেখা যায়। এমতাবস্থায়, ভারতীয় দলের হেড কোচ এবং প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীরও হনুমান জয়ন্তী উদযাপন করেছেন। এই উপলক্ষ্যে, তিনি দিল্লির ছত্তরপুর মন্দিরে গিয়ে প্রার্থনা করেন।
হনুমান জয়ন্তীতে (Hanuman Jayanti) শুভেচ্ছা জানালেন তারকারা:
হনুমান জয়ন্তীর শুভেচ্ছা জানিয়েছেন গম্ভীর: পুজো সম্পন্ন করার পর, গৌতম গম্ভীর সকল দেশবাসীকে হনুমান জয়ন্তীর (Hanuman Jayanti) শুভেচ্ছা জানান। সংবাদমাধ্যমের সাথে কথা বলার সময়ে তিনি বলেন, “সকল দেশবাসীকে হনুমান জয়ন্তীর শুভেচ্ছা। হনুমানজির আশীর্বাদ সকলের ওপর বর্ষিত হোক।”
Jinke mann mein baste hain Shri Ram, har sankat mein jo bane dhaal, woh hain humare veer Hanuman!
Hanuman Jayanti ki hardik shubhkamnayein. Jai Bajrang Bali!— Shikhar Dhawan (@SDhawan25) April 12, 2025
শুভকামনা জানিয়েছেন শিখর ধাওয়ানও: গৌতম গম্ভীরের শুভেচ্ছার পাশাপাশি ভারতের প্রাক্তন ওপেনার শিখর ধাওয়ানও “এক্স” মাধ্যমে হনুমান জয়ন্তীর (Hanuman Jayanti) শুভকামনা জানিয়েছেন। তিনি লিখেছেন যে, “যাঁর হৃদয়ে শ্রীরাম বাস করেন, যিনি প্রতিটি সঙ্কটে ঢাল হয়ে ওঠেন, তিনি হলেন আমাদের বীর হনুমান! হনুমান জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা। জয় বজরঙ্গবলী!”
আরও পড়ুন: দেশজুড়ে ফের UPI পেমেন্টে বিভ্রাট! বিপর্যস্ত পরিষেবা, চরম সমস্যায় লক্ষ লক্ষ ব্যবহারকারী
গৌতমের কোচিংয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত: জানিয়ে রাখি যে, সম্প্রতি গৌতম গম্ভীরের কোচিংয়ে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। গত বছর T20 বিশ্বকাপের পর, রাহুল দ্রাবিড়ের জায়গায় গম্ভীরকে ভারতীয় দলের হেড কোচের দায়িত্ব দেওয়া হয়। তাঁর কোচিংয়ে ভারত ১১ বছর পর টেস্ট সিরিজ হেরেছে। তারপর অস্ট্রেলিয়ায় গিয়ে ভারত বর্ডার-গাভাস্কার ট্রফিতেও পরাজিত হয়। তবে, চ্যাম্পিয়ন্স ট্রফির জয় গৌতম গম্ভীরের কোচিং কেরিয়ারের জন্যও এক উৎসাহব্যঞ্জক ভূমিকা পালন করেছে।
আরও পড়ুন: IPL-এ বাজিমাত সুপারস্টার রিঙ্কুর! এবার যা করলেন….বেজায় খুশি অনুরাগীরা
এই মুহূর্তে IPL ২০২৫ খেলা হচ্ছে। গৌতম গম্ভীর এখন বিরতিতে আছেন। নিয়ম অনুযায়ী, টিম ইন্ডিয়ার সাপোর্ট স্টাফের সাথে জড়িত কোনও ব্যক্তি IPL-এর সাথে যুক্ত হতে পারবেন না। এই কারণেই গম্ভীর ছুটিতে রয়েছেন IPL-এর পর, ভারতীয় দলকে ইংল্যান্ড সফরে যাবে। জুন মাসে সেখানে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। আগামী বছরের শুরুতে ভারত ও শ্রীলঙ্কার আয়োজনে T20 বিশ্বকাপও সম্পন্ন হওয়ার কথা রয়েছে।