বাংলা হান্ট ডেস্কঃ বয়স কবে চল্লিশ পেরিয়ে গেছে। বর্তমানে সবথেকে বেশি বয়সী ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন ক্রিস গেইল। তবে গেইলের পারফরম্যান্স দেখে সেটা কখনোই বোঝা সম্ভব নয়। বয়স বেড়ে গেলেও গেইল যেন দিনের পর দিন ছোট হচ্ছে। গেইলের কর্মকান্ড অন্তত তেমনটাই ইঙ্গিত দিচ্ছে।
বৃহস্পতিবার সিরিজের চতুর্থ টিটোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচে দক্ষিন আফ্রিকার রিজা হেনড্রিকসকে আউট করার পর গেইল যেভাবে সেলিব্রেশন করলো তা দেখে মুগ্ধ তার অনুরাগীরা।
"The guys recommend for me to follow Kevin Sinclair's celebration."
Nailed. It. 💯#WIvSA pic.twitter.com/03jAqyakLf
— Cricket on TNT Sports (@cricketontnt) July 1, 2021
এইদিন ব্যাট হাতে মাত্র পাঁচ রান করে আউট হওয়ার পর বল হাতে ভেলকি দেখালেন গেইল। বল হাতে শুরুতেই গেইল ফিরিয়ে দিলেন দক্ষিন আফ্রিকার রিজা হেনড্রিকসকে। রিজাকে আউট করার পর শরীর ঘুরিয়ে ‘সামারস্লট’ দেন গেইল। এই বয়সে এসেও গেইলের এমন কান্ড দেখে অবাক হয়ে যান সকলে। রিজাকে আউট করার পাশাপাশি ম্যাচে দুটি দুর্দান্ত ক্যাচও নিয়েছেন গেইল।
Chris Gayle is the coolest cricketer alive.
— Dale Steyn (@DaleSteyn62) July 1, 2021
গেইলের এমন কর্মকাণ্ড দেখে বেশ মজা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা জোরে বলার ডেইল স্টেইন। টুইটারে তিনি লিখেছেন, “গেইল হল এই পৃথিবীর সবথেকে ঠান্ডা মাথার ক্রিকেটার।”
"The guys recommend for me to follow Kevin Sinclair's celebration."
Nailed. It. 💯#WIvSA pic.twitter.com/03jAqyakLf
— Cricket on TNT Sports (@cricketontnt) July 1, 2021