বাংলা হান্ট নিউজ ডেস্কঃ কিছুদিন আগেই নিজের নতুন ক্লাবকে জিতিয়েছেন আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ। তারপর চোটের কারণে সৌদি প্রো লিগের (Saudi Pro League) প্রথম ম্যাচে আল নাসেরের (Al Nassr) জার্সিতে মাঠে নামতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। রোনাল্ডোবিহীন দল সেদিন খাতায় কলমে অনেক দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে হার স্বীকার করতে বাধ্য হয়েছিল। এরপর চোট হারিয়ে মাঠে ফিরলেও দ্বিতীয় লিগ ম্যাচেও দলকে জয় এনে দিতে পারেননি সিআরসেভেন।
মাঝে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জন পর্বের একটি ম্যাচ খেলেছিল আল নাসের। পিছিয়ে পড়েও সেই ম্যাচে ৪-২ ফলে দুর্দান্ত জয় পেয়েছিল সৌদি আরবের ক্লাবটি। ওই ম্যাচে গোল পাননি রোনাল্ডো। কিন্তু চতুর্থ গোলটির ক্ষেত্রে সহায়তা করেছিলেন। তবে সৌদি লিগের তৃতীয় ম্যাচে তাকে আর রোখা গেল না।
ম্যাচে রোনাল্ডো ম্যাজিক:
◆ ম্যাচের ২৭ মিনিটে দুর্দান্ত ব্যাক হিলে সতীর্থ ও সেনেগাল তারকা মানেকে গোলের সামনে বল সাজিয়ে দেন রোনাল্ডো। দুর্দান্ত চিপে আল নাসেরকে এগিয়ে দেন মানে। এরপর ম্যাচে চললো রোনাল্ডো ঝড়। ৩৮ মিনিটে দুর্দান্ত হেডে নিজের দলের হয়ে ব্যবধান বাড়ানো সিআরসেভেন। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে ফাঁকা গোলে বল ঠেলেন বাঁ-পায়ে।
◆ এরপর ম্যাচের একেবারে অন্তিম লগ্নে ট্যাপ ইন করে নিজের কেরিয়ারের ৬৩ তম হ্যাটট্রিকটি সম্পূর্ণ করেন পর্তুগিজ মহাতারকা। মাঝে ৮১ মিনিটে যখন মানে ম্যাচে আল নাসের চতুর্থ বলটি করেন তখন সেই কাউন্টার অ্যাটাকটিও তুলে এনেছিলেন রোনাল্ডোই। নিজে তিন গোল করে ও একটি গোল করিয়ে ম্যাচের নায়ক হয়ে যান।
আরও পড়ুন: দূরপাল্লার শটে বিশ্বমানের গোল! নতুন ক্লাবের জার্সিতে প্রথম ট্রফি জিতলেন মেসি
CR7-এর বিশ্বরেকর্ড:
এটি একটি বড় বিস্ময় রেকর্ড করেছেন সিআরসেভেন। টানা ২২ মরশুম ধরে লিগ ম্যাচে গোল করা প্রথম ফুটবলার হয়েছেন তিনি। সেই সঙ্গে তিনি বিশ্বের একমাত্র ফুটবলের যিনি এই সিনিয়র কেরিয়ারে খেলা পাঁচটি দলের (ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্তাস, রিয়াল মাদ্রিদ, আল নাসের, পর্তুগাল জাতীয় দল) হয়ে অন্তত তিনটি হ্যাটট্রিক করেছেন। সেইসঙ্গে প্রথম ফুটবলার হিসেবে ক্লাব ফুটবলে ৬৫০ টি ম্যাচ জয়ের রেকর্ড গড়েছেন রোনাল্ডো।
আরও পড়ুন: কলকাতায় কোহলি, পুনেতে নেইমার! দেখবেন কাকে? জানুন কবে একসাথে ভারত কাঁপাবেন দুই তারকা
রিয়ালে ভাঙলো রোনাল্ডোর রেকর্ড:
ওদিকে তার রেকর্ড ছোঁয়ার দিনে রিয়াল মাদ্রিদে তার গড়া একটি রেকর্ড ছুঁয়ে ফেললেন জুড বেলিংহ্যাম। রোনাল্ডোর পর প্রথম ফুটবলার হিসেবে রিয়াল মাদ্রিদের হয়ে নিজের প্রথম তিনটি লা লিগা ম্যাচের তিনটিতেই গোল করলেন এই মরশুমে ক্লাবে যোগ দেওয়া ইংল্যান্ডের তরুণ ফুটবলার। তার একমাত্র গোলে ভর করে সেল্টা ভিগো-কে হারালো রিয়াল। কিন্তু চোট পেয়ে সমর্থকদের চিন্তা বাড়ালেন ভিনিসিয়াস জুনিয়র।