বাংলা হান্ট ডেস্ক: এবার ইতিহাস গড়লেন কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। যেটি সম্পর্কে জানার পর অবাক হবেন প্রত্যেকেই। মূলত, বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে বিলিয়নেয়ার ক্লাবে প্রবেশ করেছেন তিনি। ব্লুমবার্গের এক রিপোর্ট অনুসারে, ৪০ বছর বয়সী এই পর্তুগিজ খেলোয়াড়ের মোট সম্পদের পরিমাণ ১.৪ বিলিয়ন ডলার (প্রায় ১২,৩৫২ কোটি টাকা)। মূলত, কেরিয়ার এবং এন্ডোফোর্সমেন্ট থেকে এই বিপুল আয় করেন তিনি।
ইতিহাস গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo):
রোনাল্ডোর বিপুল আয়: ২০০২ থেকে ২০২৩ সালের মধ্যে রোনাল্ডো (Cristiano Ronaldo) ৫৫০ মিলিয়ন ডলারেরও (প্রায় ৪,৮৬৯ কোটি টাকা) বেশি অর্থ বেতন হিসেবে পেয়েছেন। সেই সময়ে তিনি ম্যানচেস্টার ইউনাইটেড থেকে শুরু করে রিয়াল মাদ্রিদ এবং জুভেন্টাসের মতো বড় ইউরোপিয় ক্লাবের হয়ে খেলেছেন।
এছাড়াও, নাইকির সঙ্গে তাঁর এক দশকের চুক্তি ছিল। যেখান থেকে তিনি প্রতি বছর প্রায় ১৮ মিলিয়ন ডলার (প্রায় ১৫৯ কোটি টাকা) আয় করতেন। পাশাপাশি, আরমানি এবং ক্যাস্ট্রলের মতো ব্র্যান্ড ছাড়াও অন্যান্য বিজ্ঞাপনগুলি থেকে তাঁর (Cristiano Ronaldo) মোট সম্পদে ১৭৫ মিলিয়ন (প্রায় ১,৫৫৪ কোটি টাকা) ডলার যুক্ত করেছে।
আরও পড়ুন: পিছু ছাড়ছে না বিবাদ এবং বিতর্ক! “রতন” হীন ১ বছরে কতটা পরিবর্তন টাটা গ্রুপে?
জানিয়ে রাখি যে, ২০২৩ সালে রোনাল্ডোর (Cristiano Ronaldo) সৌদি ক্লাব আল-নাসর-এ চলে যাওয়া ছিল একটি বড় পদক্ষেপ। সেখান থেকে তিনি বার্ষিক প্রায় ২০০ মিলিয়ন ডলার (১৭,৭৬০ কোটি টাকা) ট্যাক্স-ফ্রি স্যালারি এবং বোনাস পেতেন। সেই সঙ্গে ৩০ মিলিয়ন ডলারের (২,৬৬৪ কোটি টাকা) সাইনিং বোনাসও পেয়েছেন। তাঁর চুক্তির মেয়াদ ২০২৫ সালের জুনে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু রোনাল্ডো এই ক্লাবের সঙ্গে ২ বছরের নতুন চুক্তি স্বাক্ষর করেছেন। এই নতুন চুক্তির আওতায়, তিনি ৪২ বছর বয়স পর্যন্ত খেলবেন এবং ৪০০ মিলিয়ন ডলারেরও বেশি (প্রায় ৩৫,৫২০ কোটি টাকা) আয় করবেন।
আরও পড়ুন: দিতে হবে ৫ কোটি টাকা! রিঙ্কু সিংকে হুমকি দাউদ গ্যাংয়ের
লিওনেল মেসির আয়ও চমকপ্রদ: এদিকে, রোনাল্ডোর (Cristiano Ronaldo) দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিও তাঁর কেরিয়ারে প্রি ট্যাক্স স্যালারি হিসেবে ৬০০ মিলিয়ন ডলারের (৫,২৮০ কোটি টাকা) বেশি আয় করেছেন। রিপোর্ট অনুসারে, মেসি ২০২৩ সাল থেকে প্রতি বছর ২০ মিলিয়ন ডলার (১,৭৭৬ কোটি টাকা) গ্যারান্টিড স্যালারি পাচ্ছেন। যেটি ওই সময়ের মধ্যে রোনাল্ডোর আয়ের প্রায় ১০ শতাংশ। ৩৮ বছর বয়সী মেসি ইন্টার মিয়ামির মালিকানাও অর্জন করবেন। যার ফলে তাঁর সম্পদের পরিমাণ রোনাল্ডোর সমান হতে পারে।