বাংলা হান্ট ডেস্ক: বিশ্বের কিংবদন্তি ফুটবলারদের মধ্যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) হলেন অন্যতম একজন। সমগ্র বিশ্বজুড়ে তাঁর কোটি কোটি অনুরাগী রয়েছেন। পাশাপাশি, তিনি বিশ্বের অন্যতম ধনী ফুটবলার হিসেবেও বিবেচিত হন। সম্প্রতি রোনাল্ডো একটি প্রাইভেট জেট কিনেছেন। যেটির তার বিপুল দামের কারণে উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ওই প্রাইভেট জেটের দাম হল ৭ কোটি ডলার। ভারতীয় মুদ্রায় যা ৫৯৪ কোটি টাকা।
বিলাসবহুল প্রাইভেট জেট কিনলেন রোনাল্ডো (Cristiano Ronaldo):
তবে, রোনাল্ডোর (Cristiano Ronaldo) প্রাইভেট জেটের দাম শুনেই আপনি যদি হতবাক হন, তাহলে আপনাকে চমকে দেবে সেটির মেইনটেনেন্স তথা রক্ষণাবেক্ষণের খরচও। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, রোনাল্ডো যে প্রাইভেট জেটটি কিনেছেন সেটির নাম হল Gulfstream G650। যেটির ১ বছরের রক্ষণাবেক্ষণ খরচ প্রায় ১৬ কোটি টাকা।
Siuuuuu!
Cristiano Ronaldo’s customized private jet pic.twitter.com/IbPm9r8HkG
— Dami’ Adenuga (@DAMIADENUGA) December 5, 2024
রোনাল্ডোর প্রাইভেট জেটের বিশেষত্ব: প্রসঙ্গত উল্লেখ্য যে, রোনাল্ডোর (Cristiano Ronaldo) নতুন Gulfstream G650 প্রাইভেট জেটে একসাথে ১৯ জন ভ্রমণ করতে পারবেন। এর পাশাপাশি ১০ জনের ঘুমনোর ব্যবস্থাও রয়েছে। এই প্রাইভেট জেটটি বিশেষভাবে দীর্ঘ দূরত্ব ভ্রমণের জন্য ডিজাইন করা হয়েছে। যেটিতে নিরাপত্তার বিশেষ ব্যবস্থাও রয়েছে। Gulfstream G650 প্রাইভেট জেট যেকোনও আবহাওয়ায় ছোট রানওয়েতেও অবতরণ করতে পারে। এটিতে দু’টি ইঞ্জিন রয়েছে। ওই ইঞ্জিনগুলি রোলস রয়েস তৈরি করেছে।
আরও পড়ুন: “আরও এক ডিভোর্স….”, যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মার হতে চলেছে বিচ্ছেদ? জল্পনা উস্কে সামনে এল পোস্ট
সোশ্যাল মিডিয়ায় হয়েছে ভাইরাল: রোনাল্ডোর (Cristiano Ronaldo) এই নতুন প্রাইভেট জেটের একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। যেখানে, কালো রঙের জেটের গায়ে CR7 লেখা দেখা গেছে এবং রোনাল্ডোর বিখ্যাত সেলিব্রেশনের ছবি ওই প্রাইভেট জেটের এন্ট্রি গেটের ঠিক পাশে পরিলক্ষিত হয়েছে।
আরও পড়ুন: পাত্তা পেলনা বিতর্ক! এবার এই পড়শি রাজ্যে বাম্পার বিনিয়োগ আদানি গ্রুপের, হবে বিপুল কর্মসংস্থান
রোনাল্ডোর আয়: প্রসঙ্গত উল্লেখ্য, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) আয়ের প্রধান উৎস হল প্রাইভেট লিগে খেলার জন্য ক্লাব থেকে আসা অর্থ এবং আন্তর্জাতিক ব্র্যান্ডের বিজ্ঞাপন থেকে উপার্জন। ২০২৪ সালে, রোনাল্ডো সৌদি আরবের ক্লাব আল-নাসরের হয়ে সৌদি প্রফেশনাল লিগে (এসপিএল) খেলার জন্য প্রায় ১,৭০০ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন। এর আগেও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলেছেন রোনাল্ডো। ২০২৪ সালে রোনাল্ডো মোট ২,২০০ কোটি টাকারও বেশি আয় করেন।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার