‘রোনাল্ডোর সাথে দেখা করবো!’ তুরস্কের ভূমিকম্পে পিতৃহারা ১০ বছর বয়সী শিশুর আবদার মেটালেন CR7

বাংলা হান্ট নিউজ ডেস্ক: চলতি বছরের শুরুর দিকে তুরস্ক ও সিরিয়ার কিছু অংশকে ধ্বংস করে দেওয়া ভূমিকম্পের (Turkey Earthquake) ব্যাপারে সকলেই অবগত। শেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী ওই মারাত্মক প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারিয়েছেন ৪৫,০০০-এর বেশি মানুষ। তুরস্ক ও সিরিয়ার বহু এলাকা সেই ভূমিকম্পের দাপটে বেহাল হয়ে পড়েছে এবং স্বাভাবিক জনজীবন আরও বেশ কিছুদিন বিপর্যস্ত থাকবে ওই দেশগুলির বিভিন্ন অংশে। ওই ভূমিকম্পে অনেকেই নিজের প্রিয়জনদের হারিয়েছেন যাদের মধ্যে একজন হলেন ১০ বছরের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) ভক্ত নাবিল সৈয়দ (Nabil Saeed)।

সিরিয়ায় যখন ওই ভূমিকম্প আঘাত হানে তখন নিজের পরিবারসহ ওই ভূমিকম্পের কবলে পড়েছিলেন এই ছোট্ট ১০ বছরের শিশু। এরপর সৌদি আরবের পাঠানো এক উদ্ধারকারী দল তাকে উদ্ধার করে ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে। এই মুহূর্তে পর্তুগিজ মহতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো খেলছেন সৌদি আরবেরই ক্লাব আল নাসেরে। ছোট্ট সৈয়দ সেই তথ্য জানতেন।

নিজের উদ্ধারকারী দলের কাছে রোনাল্ডোর সঙ্গে দেখা করার জন্য আবদার করেন ছোট্ট ওই ফুটবলপ্রেমী। ওই শিশুর আবদার ফেলতে পারেনি সৌদি আরবের ঐ উদ্ধারকারী সংস্থা। সৌদি আরবে উড়ে আসার আগে সৈয়দের একটি সাক্ষাৎকার নেওয়া হয়। সেখানে তাকে জিজ্ঞাসা করা হয় তিনি কার কার সাথে সৌদি আরবে আসতে চান। জবাবে নিজের মা এবং বাবার কথা বলে থমকে যান সৈয়দ। তারপর দুঃখ ভরা গলায় বলেন, ‘আমার বাবা তো আর নেই।’

এরপর সৈয়দকে উড়িয়ে আনা হয় মার্শুল পার্কে, যখন আল নাসের নিজেদের ১৯ তম ম্যাচে আল বাতিনের মুখোমুখি হয়। ম্যাচটিতে কষ্টার্জিত জয় পেয়েছে রোনাল্ডোর নতুন ক্লাব। এরপর রোনাল্ডোর সঙ্গে সাক্ষাতের মুহূর্ত আসে ওই ক্ষুদে ফুটবলপ্রেমীর সামনে। দৌড়ে গিয়ে তিনি রোনাল্ডোর সামনে উপস্থিত হন এবং বলেন, ‘আমি তোমাকে ভালোবাসি।’ পর্তুগিজ মহাতারকা অত্যন্ত স্নেহের সঙ্গে জড়িয়ে ধরেন ক্ষুদে শিশুটিকে। এরপর একসাথে রোনাল্ডোর বিখ্যাত গোল সেলিব্রেশন ‘সিউউউ’ করে দেখান সৈয়দ। রোনাল্ডোর সঙ্গে তার সাক্ষাতের এই মন ছুঁয়ে যাওয়া ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

রোনাল্ডো যে শুধু এই ভক্তের সঙ্গে দেখা করেই নিজের দায় সেরে নিয়েছেন, তা নয়। ডেইলি মেলের প্রকাশিত রিপোর্ট থেকে জানা গিয়েছে যে পর্তুগিজ মহাতারকা একটি প্লেন ভর্তি তাঁবু, কম্বল, খাওয়ার, শিশু খাদ্য ও ওষুধ পাঠিয়েছেন ওই দুই দেশের ভূমিকম্প বিধ্বস্ত মানুষদের উদ্দেশ্যে। সৌদি আরবের মাটিতে ফুটবল পাযেও ভালো ছন্দে রয়েছেন রোনাল্ডো। ইতিমধ্যে ৭ ম্যাচ খেলে ৮ গোল এবং ২ অ্যাসিস্ট করে ফেলেছেন তিনি।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর