৩৯-এ এসেও ম্যাজিক দেখিয়ে চলেছেন CR7! দুরন্ত ফ্রি কিকে ফের সৌদিতে নায়ক রোনাল্ডো

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই বছরটা যেন অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। নিজের ফুটবল কেরিয়ারে সবচেয়ে খারাপ সময় কাটিয়েছেন ২০২২/২৩ মরশুমে। নামমাত্র কিছু গোল করতে পেরেছেন নিজের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও আল নাসারের (Al Nassr)পাশাপাশি পর্তুগালের হয়ে। সেই সমস্যার কারণ এটাও ছিল যে ব্যক্তিগত জীবনে নিজের ছেলেকে হারানোর মতো কয়েকটি ঘটনা তার খেলার উপরও প্রভাব ফেলছিল।

কিন্তু চলতি মরশুমে সেই ব্যাপারটা আর যেন দেখা যাচ্ছে না। মানসিকভাবে রোনাল্ডো বরাবরই ইস্পাত কঠিন। কোনওকিছুই যেন তাকে দমিয়ে রাখতে পারে না। এই বছর তেমনটাই দেখা যাচ্ছে আল নাসার ক্যাপ্টেনের পারফরম্যান্স। গতকাল সৌদি প্রো লিগের খেলায় দামাসের বিরুদ্ধে তার দল প্রথমার্ধে পিছিয়ে পড়েছিল। কিন্তু তাতেও আটকানো গেল না আল নাসের-কে। গতকাল আল নাসের ভক্তরা কমিক্স সুপার হিরো ক্যাপ্টেন আমেরিকার আদলে ক্যাপ্টেন রোনাল্ডোর একটি টিফো প্রদর্শন করেছিল স্টেডিয়ামে। রোনাল্ডো নিজে সেই দৃশ্য দেখে মুগ্ধ হয়েছিলেন এবং ভক্তদের ধন্যবাদ জানিয়েছিলেন। এর প্রতিদানও তিনি ম্যাচে দিলেন দুর্দান্তভাবে।

tifo

এই মরশুমে বেশ কিছু ম্যাচে পিছিয়ে পড়েও জিতেছে রোনাল্ডোর ক্লাব। কালকেও ছিল তেমনি একটা দিন। ৫৩ মিনিটের রোনান্ডো যখন নিশ্চিতভাবে একটি ফ্রি কিক নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন তখন প্রতিপক্ষকে বোকা বানিয়ে সেই শটটি নেন আল নাসেরের ব্রাজিলিয়ান তারকা অ্যান্ডারসন টেলেস্কা। গোলরক্ষক কিছুই বুঝতে পারেনি। ম্যাচের সমতা ফিরিয়ে আনেন তিনি।

কিন্তু রোনাল্ডো থাকতে অন্য কেউ পাদপ্রদীপের আলো কেড়ে নিয়ে যাবে না এমনটা খুব একটা দেখা যায় না। আর সেই ঘটনার জন্য অপেক্ষা করতে হলো মাত্র চার মিনিট। ৫৭ মিনিটে গোলপোস্ট থেকে ২৫ গজ দূরে ফের ফ্রি কিক পায় আল নাসের। এবার আর প্রবল জোরে শট মেরে নাকাল বল এফেক্টের চেষ্টা না করে ঠান্ডা মাথায় গোলপোস্টের ফাঁকা অংশের দিকে বলটি প্লেস করেন রোনাল্ডো। মানব প্রাচীরের বাধা টপকে অসাধারণ ভাবে জলে জড়িয়ে যায় বল।

আরও পড়ুন: শূন্য থেকে শুরু! আর্জেন্টিনাকে জিতিয়ে বললেন মেসি, ব্রাজিলের হারের দিন মাটিতে লুটিয়ে কাঁদলেন নেইমার

আরও একবার পিছিয়ে থাকা অবস্থায় রোনাল্ডোর দুর্দান্ত পারফরম‍্যান্স ম্যাচ জেতালো তার দলকে। প্রায় ৩৯-এর কাছাকাছি পৌঁছেও পায়ের কাজে এখনো তরুণ ডিফেন্ডারদের মাথা ঘুরিয়ে দিচ্ছে তিনি। চলতি বছর ৪১ গোল করা হয়ে গেল তার। উঠেছিল তার কেরিয়ারের ৬১ তম ফ্রি-কিক গোল। ম্যাচ শেষে রোনাল্ডো জানান যে তিনি চলতি বছর এবং এর পরের মরশুমেও ফুটবল খেলা চালিয়ে যাবেন একইভাবে। তারপর নিজের শরীরকে প্রশ্ন করবেন যে আর ধকল নেওয়ার তার পক্ষে সম্ভব হচ্ছে কিনা।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর