শূন্য থেকে শুরু! আর্জেন্টিনাকে জিতিয়ে বললেন মেসি, ব্রাজিলের হারের দিন মাটিতে লুটিয়ে কাঁদলেন নেইমার

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ তার নতুন ক্লাব ইন্টার মিয়ামি মার্কিন যুক্তরাষ্ট্রের ফুটবল লিগ মেজর লিগ সকারের প্লে অফের যোগ্যতা অর্জন করতে পারেনি। ফলে অক্টোবরের বিশ্বকাপ যোগ্যতাঅর্জন পর্বের দুটি ম্যাচ খেলার পর মেসিকে (Lionel Messi) চলতি বছরে মাঠে দেখা যাবে আর মাত্র তিনবার। নভেম্বরে আর্জেন্টিনার (Argentina) হয়ে আরও দুটি যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলবেন মেসি। এছাড়া অক্টোবরের ২১ তারিখে ইন্টার মিয়ামির হয়ে এই মরশুমের শেষ ক্লাব ম্যাচ খেলবেন তিনি। তারপর সম্ভবত তাকে আবার ফেব্রুয়ারি মাসে ফের প্রতিযোগিতামূলক ফুটবল খেলতে দেখা যাবে।

এর আগে সদ্য চোট কাঠিয়ে ফেরার জন্য প্যারাগুয়ের বিরুদ্ধে ম্যাচে নামতে পারেননি মেসি গত ১৩ই অক্টোবর। কিন্তু আজ সম্পূর্ণ সুস্থ মেসি প্রথম থেকে আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠে নেমেছিলেন পেরুর বিরুদ্ধে। তার জোড়া গোলে ভর করেই বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বে এখনও অপরাজিত আর্জেন্টিনা। নভেম্বর মাসে তাদের যে দুটি ম্যাচ খেলতে হবে সেখানে তাদের প্রতিপক্ষ উরুগুয়ে এবং ব্রাজিল। তার আগে চার ম্যাচে একটিও গোল হজম না করে এবং মোট সাতটি গোল করে তেজী ঘোড়ার মতো ছুটছে বিশ্বজয়ীরা।

যদিও মেসি ম্যাচ শেষে সাক্ষাৎকারে এসে জানিয়ে গিয়েছেন যে আর্জেন্টিনা দল এখন আর নিজেদের বিশ্বজয়ী হিসেবে দেখে না। মাঠে নামার সময় তাদের তেমনটাই নির্দেশ দেন লিওনেল স্কালোনি। বিশ্বকাপের পর আবার শূন্য থেকে শুরু করছে আর্জেন্টিনা। প্রত্যেকটা দিন তাদের কাছে এক নতুন লড়াই।

purple messi

পেরুর বিরুদ্ধে এই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে নামার আগেই মেসির ভক্তরা একটা সুখবর পেয়েছিলেন। অক্টোবর মাসের একদম শেষ দিকে ফ্রান্স ফুটবল তাদের প্রতিবছরের মতো এবারও শ্রেষ্ঠ ফুটবলারের শিরোপা স্বরূপ যে ‘ব্যালন ডি-অর’ খেতাব দেবে, তা ইতিমধ্যেই মেসির নামে নামাঙ্কিত করা হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। বিশ্বকাপের শেষ হওয়ার পর যদিও ক্লাব ফুটবলে মেসি ওই এক উচ্চতা ছুঁতে পারেননি। কিন্তু বিশ্বকাপে সাত গোল এবং তিন অ্যাসিস্ট করে দেশকে ৩৬ বছর পর বিশ্ব চ্যাম্পিয়ন করানোর জন্য তাকে এই খেতাব হাতে তুলে দেওয়া হবে বলে খবর পাওয়া যাচ্ছে। এই নিয়ে রেকর্ড অষ্টমবার এই সেরার খেতাব পেতে চলেছেন মেসি। বিশ্বের কোন ফুটবলার এই পুরস্কার এত সংখ্যক বার জেতেননি। পাঁচবার এই পুরস্কার জিতে দ্বিতীয় স্থানে আছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

আরও পড়ুন: ৩৮-এ আবার ৪০ ছুঁলেন রোনাল্ডো! তার জোড়া গোলের রাতে স্টেডিয়ামে চললো গুলি, নিহত দুই

অপরদিকে বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বে অক্টোবর মাসে একটিও ম্যাচ জিততে পারল না ব্রাজিল। ভেনেজুয়েলার বিরুদ্ধে ঘরের মাঠে তাদের ম্যাচটি অমীমাংসিত ভাবে শেষ হয়েছিল। উরুগুয়ের বিরুদ্ধে তারা অ্যাওয়ে ম্যাচ হারলো ২-০ ফলে। আর এই ম্যাচে পায়ে মারাত্মক চোট পেয়ে কাঁদতে কাঁদতে স্ট্রেচারে শুয়ে মাঠ ছাড়তে বাধ্য হলেন নেইমার (Neymar jr)। খুব সম্ভবত আবার বেশ কয়েক দিনের জন্য ছিটকে যেতে চলেছেন তিনি মাঠ থেকে। সেক্ষেত্রে হয়তো নভেম্বর মাসে শুরুর দিকে ভারতের মাটিতে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে তার নতুন সৌদি আরবের ক্লাব আল হিলালের হয়ে তিনি এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে আসতে পারবেন না।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর