পর্তুগালের জার্সিতে ফিরেই রেকর্ড! একই ম্যাচে একাধিক মাইলফলক ছুঁলেন রোনাল্ডো

বাংলা হান্ট নিউজ ডেস্ক: গতকাল রাত থেকে পর্তুগিজ ফুটবলে আরম্ভ হল রবার্তো মার্টিনেজ (Roberto Martinez) জমানা। আর এই নতুন যুগের শুরুটা ফের একবার স্মরণীয় করে রাখলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোই (Cristiano Ronaldo)। অনেকের মনে প্রশ্ন ছিল যে বিশ্বকাপের পর তাকে আবার পর্তুগালের জার্সিতে মাঠে দেখা যাবে কিনা, সেই নিয়ে। কিন্তু এক সপ্তাহ আগে পর্তুগালের (Portugal) স্কোয়াড ঘোষণার সময় স্প্যানিশ কোচ মার্টিনেজ জানিয়ে দেন, “রোনাল্ডোর অভিজ্ঞতা দলকে সাহায্য করবে এবং বয়স তার কাছে শুধুমাত্র একটা সংখ্যা।”

গতকাল থেকে ২০২৪ সালে জার্মানির মাটিতে আয়োজিত হতে চলে ইউরোপিয়ান কাপের যোগ্যতা অর্জনের অভিযান শুরু করেছে পর্তুগাল। সেই লড়াইয়ে নিজেদের প্রথম ম্যাচে খাতায়-কলমে পর্তুগালের থেকে বহু পিছিয়ে থাকা লিখটেনস্টাইনের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন পর্তুগিজরা। ওই ম্যাচে ৪-০ ফলে জয় পেলো প্রাক্তন ইউরো চ্যাম্পিয়নরা।

পর্তুগালের জয়ের রাতে জোড়া গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রথমার্ধে একটি অত্যন্ত সহজ সুযোগ নষ্ট করার পর দ্বিতীয়ার্ধে জ্বলে ওঠেন পর্তুগিজ মহাতারকা। ৫১ মিনিটে পেনাল্টি থেকে দলের তৃতীয় গোলটি এবং নিজের আন্তর্জাতিক কেরিয়ারের ১২০ তম গোলটি করেন সিআরসেভেন। তার ১২ মিনিট পরেই ১৯ গজ দূর থেকে একটি ফ্রি-কিকে গোলার মতো শটে বিপক্ষ গোলরক্ষককে হার মানান তিনি।

siuuu ronaldo

পর্তুগালের হয়ে বাকি দুটি গোল করেছিলেন জোয়াও ক্যান্সেলো এবং বার্নার্ডো সিলভা। প্রথমার্ধে বায়ান মিউনিখ সাইড ব্যাকের দূরপাল্লার শর্ট আটকাতে ব্যর্থ হন বুকেল। এরপর গোটা প্রথমার্ধ জুড়ে বেশ কিছু সুযোগ তৈরি করলেও পর্তুগালে আর গোল পায়নি। দ্বিতীয় অর্থ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ক্যান্সেলোর তৈরি আক্রমণ থেকেই গোল করে যান সিলভা। ৭৮ মিনিটে সিলভার এবং রোনাল্ডো দুজনকেই তোলারেন পর্তুগিজ কোচ। ৪-০ ফলেই ম্যাচ জেতে পর্তুগাল।

কালকে রাতে জোড়া গোল করার পর রোনাল্ডোর কেরিয়ারের গোল সংখ্যা দাঁড়ালো ৮৩০-এ। দেশের হয়ে শুধুমাত্র প্রতিযোগিতামূলক ম্যাচে ১০০ গোল করে ফেললেন তিনি। সেই সঙ্গে পুরুষদের ফুটবলে ১৯৭ তম ম্যাচ খেলে সর্বকালের সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা ফুটবলার হয়ে গিয়েছেন তিনি। কালকের ফ্রি-কিকটি ছিল তার কেরিয়ারের ৬০-তম ফ্রি কিক। বর্তমানে পুরোপুরি অবসর না নেওয়া ফুটবলারদের মধ্যে একমাত্র আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিই এমনটা করতে পেরেছেন। তিনদিন পর ইউরোপিয়ান কাপের যোগ্যতা অর্জন করবেন নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে লুক্সেমবার্গের মুখোমুখি হবে পর্তুগিজরা।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর