সৌদি আরবে গোলের বন্যা! অবিশ্বাস্য কীর্তি গড়ে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

বাংলা হান্ট নিউজ ডেস্ক: দীর্ঘদিন পরে আবার যেন ফুটবল ভক্তরা সাক্ষাৎ পাচ্ছেন সেই পরিচিত ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo)। গোলের জন্য একই রকম খিদে, এক গোল হওয়ার পরে উদযাপন করে তৎক্ষণাৎ পরবর্তী গোল কিভাবে পাওয়া যায়, সেই চেষ্টা। এই রোনাল্ডোকে যেন গত কয়েক মাসে হারিয়ে ফেলেছিলেন তার ভক্তরা। কিন্তু সৌদি আরবে আসার ২ ম্যাচ পর থেকে রোনাল্ডো গুণগত মানের দিক দিয়ে অনেক পিছিয়ে থাকা একটি লিগে হলেও নিজের সেই পুরোনো রূপ ফিরে পাচ্ছেন।

cr7 siuuu

আজ সৌদি প্রো লিগ টেবিলে এইমুহূর্তে সপ্তম স্থানে থাকা ডামাক এফসির বিরুদ্ধে ম্যাচ খেলতে নেমেছিল রোনাল্ডোর ক্লাব আল নাসের। এই ম্যাচে ১৮ মিনিটে নিখুঁত পেনাল্টি থেকে দলকে এগিয়ে দিয়েছিলেন সিআরসেভেন। এরপর ম্যাচের ২৩ মিনিটে বাঁ-পায়ের দূরপাল্লার শটে এই লিড দ্বিগুন করেন পর্তুগিজ মহাতারকা।

এরপর প্রথমার্ধ শেষ হওয়ার আগেই দুরন্ত প্রতিআক্রমণ থেকে নিজের এবং দলের তৃতীয় গোলটি করে নিজের হ্যাটট্রিকটি সম্পূর্ন করে নেন ক্রিশ্চিয়ানো। এই প্রথম সৌদি প্রো লিগে কোনও ফুটবলার প্রথমার্ধ সম্পূর্ণ হওয়ার আগেই নিজের হ্যাটট্রিক পূরণ করেছেন। ফলে আবারও একটি নতুন রেকর্ড ধরা দিয়েছে সিআরসেভেনের ঝুলিতে।

এটি ছিল তার কেরিয়ারের ৬২ তম হ্যাটট্রিক। তার হ্যাটট্রিকে ভর করে লিগ টেবিলে নিজেদের শীর্ষস্থান আবারও ফিরে পেয়েছে আল নাসের। আল নাসের নিজেদের শেষ ৩ ম্যাচে ৯ গোল করেছে। এই প্রত্যেকটি গোলের পেছনেই রয়েছে সিআরসেভেনের অবদান। নিজের যোগ্যতার প্রমাণ তিনি ভালোভাবেই দিচ্ছেন সৌদি লিগে।

সৌদি আরবের ফুটবল লিগে এখনও পর্যন্ত ৫টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে পর্তুগিজ মহাতারকার। এই ৫ ম্যাচে তার গোলসংখ্যা ৮। এছাড়া দুটি গোল সতীর্থদের দিয়ে করিয়েওছেন তিনি। তার ভক্তরা আশা করবেন যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এই ছন্দ অব্যাহত রাখবেন।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর