মেসিদের বিরুদ্ধে অধিনায়ক রোনাল্ডোই! প্রীতি ম্যাচ নিয়ে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ইউরোপ ছেড়ে এশিয়ায় ক্লাব ফুটবল খেলতে যাওয়ার পর এখনো মাঠে নামা হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo)। এক মাসেরও বেশি সময় পর্তুগিজ মহতারকা মাঠে দেখতে পাননি ফুটবলপ্রেমীরা। কিন্তু তাদের সেই অপেক্ষার অবসান খুব শীঘ্রই ঘটতে চলেছে। ১৯ শে জানুয়ারি প্রথমবার এশিয়ান ফুটবলের প্রতিনিধি হিসাবে প্রথমবার মাঠে নামবেন সিআরসেভেন।

পিএসজি সম্প্রতি একটি প্রীতি ম্যাচ খেলতে সৌদি আরবে আসছে। ১৯ তারিখ তারা মুখোমুখি হবে সৌদি আরবের দুই ক্লাব আল হিলাল ও রোনাল্ডোর নতুন ক্লাব আল নাসেরের সম্মিলিত একাদশের। সেই দিনই প্রথমবার মাঠে নামতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। জানা গিয়েছে যে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার সেই ম্যাচে সম্মিলিত একাদশের নেতৃত্বের দায়িত্ব থাকবেন।

ronaldo in al nassr

মেসি নেইমার এমবাপের মত ফুটবলার সমৃদ্ধ পিএসজির সামনে যে সম্মিলিত সৌদি আরবের ক্লাব দুটির একাদশ খুবই দুর্বল সেই নিয়ে সন্দেহ নেই। তবে পি এস সি জিতলেও সেই ম্যাচের দর্শকরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পা থেকে গোল আশা করবেন। ইতিমধ্যেই ম্যাচের টিকিট নিয়ে হাহাকার পড়ে গিয়েছে ওই দেশে। শেষ একবার মেসি বনাম রোনাল্ডো দ্বৈরথ প্রত্যক্ষ করতে প্রস্তুত গোটা বিশ্ব।

ফুটবল বিশ্বের একটা বড় অংশের বিশ্বকাপ জয়ের পর মেনে নিয়েছেন যে তিনি এই প্রজন্মের শ্রেষ্ঠ তারকা। কিন্তু ফুটবলপ্রেমীদের একটা বড় অংশ এখনও মনে করেন যে মেসির বিশ্বকাপ জয়ের জন্য রোনাল্ডোর কৃতিত্ব কোনোমতেই কম হয়ে যায় না। পর্তুগালের মতো দেশে জন্মে তাদের ফুটবল ইতিহাসে প্রথমবার কোন ট্রফি এনে দেওয়া কম কৃতিত্বের ব্যাপার নয়। ক্লাব ফুটবলেও রোনাল্ডো বিভিন্ন ক্লাবে ব্যক্তিগত স্তরে যে সাফল্য পেয়েছেন তার সঙ্গে তুলনা করার মত পরিসংখ্যান অন্য কোনও ফুটবলারের নেই। মেসি এবং রোনাল্ডো বিশ্বের দুই সেরা ফুটবলার এবং তাদেরকে সম্ভবত শেষবার এদিন একে অপরের বিরুদ্ধে নামতে দেখা যাবে।

যদিও অফিসিয়ালি রোনাল্ডোর আল নাসেরের জার্সিতে অভিষেক হতে চলেছে ২২ শে জানুয়ারি। সৌদির লেগে নিজের নতুন ক্লাবের ১৪ নম্বর ম্যাচে মাঠে নামবেন রোনাল্ডো। এশিয়ান ফুটবলে কতটা প্রতিপত্তি বিস্তার করতে পারেন তিনি তা দেখতে মুখিয়ে থাকবেন অনেকেই।


Reetabrata Deb

সম্পর্কিত খবর