জঘন্য রেফারিংও পারলো না আটকাতে! AFC চ্যাম্পিয়ন্স লিগ খেলতে ভারতে আসছেন রোনাল্ডো?

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় ফুটবল সমর্থকরা এবার আশায় বুক বাঁধতে শুরু করেছেন। গতকাল রাতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অধিনায়কত্বে থাকা সৌদি আরবের দল আল নাসের, সংযুক্ত আরব আমিরশাহীর অন্যতম সেরা ফুটবল দল ‘শাবাব আল আহিল দুবাই এফসি’-কে যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে হারিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বের যোগ্যতা অর্জন করে ফেলেছে। ফলে পর্তুগিজ মহাতারকা তথা এই প্রজন্মের সেরা ফুটবলারের ভারতে পা রাখার অত্যন্ত বড় সম্ভাবনা তৈরি হয়েছে।

যোগ্যতা অর্জনের পর ওয়েস্ট জোনের চারটি পটের মধ্যে চতুর্থ পটে জায়গা পেয়েছে আল নাসের। ওয়েস্ট জোনের তৃতীয় পটে রয়েছে ভারতের লিগ শিল্ড জয়ী দল মুম্বাই সিটি এফসি। প্রত্যেকটি পথ থেকে একটি করে দল নিয়ে গঠন করা হবে একটি করে গ্রুপ। সেখানেই সৌদি আরবের তিন ক্লাব আল হিলাল, আল নাসের এবং আল ইত্তিহাদের মধ্যে যে কোনও একটি ক্লাবের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে মুম্বাই সিটি এফসির।

সৌদি আরবের অপর ২ ক্লাব আল হিলাল এবং আল ইত্তিহাদ রয়েছে প্রথম পটে। ২৪শে আগস্ট গ্রূপ বিন্যাসের সময় আল নাসের যদি ভারতের ক্লাবটির সঙ্গে এক গ্রুপে পড়ে তাহলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, আল হিলাল ভারতের ক্লাবটির সঙ্গে এক গ্রূপে থাকলে নেইমার জুনিয়র, আর আল ইত্তিহাদ মুম্বাই সিটি এফসির সঙ্গে এক গ্রুপে আসলে করিম বেনজেমার ভারতে আসার সম্ভাবনা রয়েছে। তবে ভারতীয় সমর্থকরা সবচেয়ে বেশি করে চাইছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ক্লাব আল নাসেরকে। কিংবদন্তি পর্তুগিজ মহাতারকা নিজের ফুটবল জীবনের শেষ প্রান্তে এসে ভারতের মাঠে একটি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলুক, এমনটা আকাঙ্খা রয়েছে ভারতের বেশিরভাগ ফুটবল প্রেমীর।

সবচেয়ে দুঃখের বিষয় হলো ২০২৪-২৫ মরশুম থেকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ভারতের ক্লাবগুলির জন্য কোন স্লট বরাদ্দ থাকবে না। অর্থাৎ এ বারই ভারতের শেষ ক্লাব হিসেবে এই চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণ করবে মুম্বাই সিটি এফসি। আর এটাই সেই সুখ মহাকারকাদের ভারতের মাটিতে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে দেখার।

al nassr

গতকাল যদিও আল নাসেরের জয় পাওয়ার রাস্তাটা এত সহজ হয়নি। প্রথমে গোল করে এগিয়ে গেলেও তারপর দুটি গোল হজম করতে হয়েছিল তাদের। সেই সঙ্গে জঘন্য রেফারিংয়ের মোকাবিলাও করতে হয়েছে তাদের। দুই বার ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চিত করা হয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। সৌদি আরবের ক্লাবটির বিরুদ্ধে হওয়া প্রথম গোলটি ছিল নিশ্চিত অফসাইড, কিন্তু গোলটি বাতিল করা হয়নি।

আরও পড়ুন: টাকা নয়, রোনাল্ডোর মুখোমুখি হতে ইউরোপ ছেড়ে এশিয়ায় এসেছেন! চাঞ্চল্যকর মন্তব্য ব্রাজিলিয়ান তারকা নেইমারের

তবে এই সমস্ত ভুলের পরেও রোখা যায়নি সৌদি আরবের ক্লাবটিকে। ৮৮ মিনিটে রোনাল্ডোর ওপর বেশি নজর রাখতে গিয়ে সাইড ব্যাক সুলতান আল ঘ্যানামকে বক্সে ফাঁকা জায়গা দিয়ে ফেলেছিল শাবাব আল আহিলের ডিফেন্ডাররা। হেডে গোল করে দলকে সমতায় ফেরান সুলতান। অতিরিক্ত সময়ে নিজের দ্বিতীয় গোল করে আল নাসের-কে এগিয়ে দেন ব্রাজিলিয়ান তারকা অ্যান্ডারসন টেলেস্কা। এরপর চলতি মরশুমে নিজের প্রথম অ্যাসিস্ট পান রোনাল্ডো। তার পাস থেকে গোল করে ৪-২ ফল করে দেন গত মরশুমে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলা মিডফিল্ডার মার্সেলো ব্রজোভিচ।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর