বাংলা হান্ট নিউজ ডেস্ক: চলতি কাতার বিশ্বকাপের এখনও অবধি সবচেয়ে বড় অঘটনটা আজ সন্ধ্যায় ঘটে গেল গ্রূপ এফ-এ। গতবারের বিশ্বকাপের ফাইনালিস্ট ক্রোয়েশিয়ার সঙ্গে ড্র করে বিশ্বকাপ থেকে ছিটকে গেল বেলজিয়াম। ২০১৮ বিশ্বকাপে এই দলটি ব্রাজিলকে ছিটকে দিয়েছিল কোয়ার্টার ফাইনাল থেকে এবং সেমিফাইনালে কোনওরকমে তাদের পরাস্ত করেছিল ফ্রান্স। কিন্তু এবার অন্তর্দ্বন্দ্ব, ভুল স্ট্র্যাটেজি সহ একাধিক কারণের জন্য গ্রুপপর্ব থেকেই সেটকে গেল তারা।
কে ভাবতে পেরেছিল যে আফ্রিকার দেশ মরক্কো ক্রোয়েশিয়া বেলজিয়াম সমৃদ্ধ গ্রুপের শীর্ষস্থান অধিকার করে পরের রাউন্ডে যাবে। কিন্তু তেমনটাই হলো। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে ড্র করার পর, দ্বিতীয় ম্যাচে বেলজিয়াম এবং আজ কানাডাকে ২-১ ফলে হারিয়ে গ্রুপ শীর্ষ থেকে ‘শেষ ১৬’-র যোগ্যতা অর্জন করলো তারা।
ক্রোয়েশিয়া আজ খারাপ খেলেছে এমন নয়। কিন্তু শেষ দিকে মরিয়া হয়ে উঠেছিল বেলজিয়াম। তার মধ্যেও দুই অর্ধেই সুযোগ তৈরি করেছিল ক্রোয়েশিয়া। কিন্তু বেলজিয়ান গোলরক্ষক থিবো কুর্তুয়ার কাছে আটকে গিয়েছে তারা।
অপরদিকে আজ যে বেলজিয়াম জিততে পারল না তার জন্য খলনায়ক হিসেবে দেখা যেতে পারে তাদের তারকা স্ট্রাইকার রোমেল লুকাকুকে। দ্বিতীয়ার্ধে তাকে মাঠে নামিয়েছিল বেলজিয়াম কোচ। অন্তত আধ ডজন সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন তিনি।
অপরদিকে মরক্কোর হয়ে দুর্দান্ত গোল করে সকলের নজর কাঁড়লেন চেলসির তারকা ফুটবলার হাকিম জিয়াচ। ২৩ মিনিটে হাকিমির পাস থেকে গোল করে ব্যবধান বাড়িয়েছিলেন এন নাসিরি। পরে একটি সেমসাইড গোলের জ্বালা সহ্য করতে হলেও তাদের পরবর্তী রাউন্ডে যাওয়ার পথে সেটা বাঁধা হয়ে দাঁড়ায়নি।