বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণের ম্যাচে মরক্কোর মুখোমুখি হয়েছিল ক্রোয়েশিয়া। অনেকেই হয়তো ভেবেছিলেন যে আপাতত এই গুরুত্বহীন ম্যাচে দুই দলের কাছ থেকেই নিজেদের সেরা ফুটবলটা দেখা যাবে না। কিন্তু তাদেরকে সম্পূর্ণ মিথ্যা প্রমাণ করলো ক্রোয়েশিয়া এবং মরক্কো দুই পক্ষই। হাড্ডাহাড্ডি ম্যাচের শেষে ২-১ ফলে জিতে বিশ্বকাপের তৃতীয় স্থান অর্জনকারীদের মেডেল অর্জন করল ক্রোয়েশিয়া।
দুই দলই গোটা টুর্নামেন্ট জুড়ে রক্ষণাত্মক ফুটবল খেলে এসেছে। কিন্তু আজ তাদের কিছুই হারানোর ছিল না। ফলে প্রথম থেকেই আগ্রাসে ফুটবল খেলতে থাকে দুই পক্ষ। ফলস্বরূপ মাত্র ৭ মিনিটের মধ্যে জস্কো গভর্ডিওলের দুর্দান্ত ডাইভিং হেডারে করা গোল থেকে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। সেমিফাইনালে তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন না। পায়ে চোট নিয়ে ব্যথার ইনজেকশন নিয়ে খেলতে নেমে ছিলেন আর্জেন্টিনার বিরুদ্ধে। গোটা টুর্নামেন্টের দুর্দান্ত ডিফেন্ডিং করলেও সেমিফাইনালে মেসির হাতে তাকে কিছুটা নাস্তানাবুদ হতে হয়েছিল। আজ গোল করে সেই ক্ষততে মলম লাগালেন ক্রোয়েশিয়ান ডিফেন্ডার।
তবে ক্রোয়েশিয়ার সেই লিড ২ মিনিটও স্থায়ী হয়নি। ৯ মিনিটের মধ্যে সেটপিস থেকে উড়ে আসা বলে ফাঁকায় হেড করে গোল করে যান আশরাফ দারী। দুই দলই নিজেদের ডিফেন্সিভ খোলস ছেড়ে বেরিয়ে আগ্রাসী ফুটবল খেলায় মাঠে উপস্থিত দর্শকরাও অত্যন্ত উপভোগ করেছিলেন তার দুই দলের খেলা।
প্রথমার্ধের শেষদিকে টুর্নামেন্টের অন্যতম সেরা একটি গোল করে ক্রোয়েশিয়াকে ফের এগিয়ে মিসলাভ অর্সিচ। পেনাল্টি বক্সের বা প্রান্ত থেকে তিনি আলতো ছোঁয়ায় বলটিকে সেকেন্ড পোস্টের টপ কর্নারের উদ্দেশ্যে ভাসিয়ে দেন। মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনোর কিচ্ছু করার ছিল না।
এরপর দ্বিতীয়ার্ধে দুই দলই গোলসংখ্যা বাড়ানোর চেষ্টা করেছিল কিন্তু দুই দলের গোলরক্ষক দেওয়ালের মতো নিজের দলকে রক্ষা করেছেন। বিশেষ করে ক্রোয়েশিয়ার গোলরক্ষক লিভাকোভিচ দ্বিতীয়ার্ধে মরক্কোর তারকা স্ট্রাইকার ইউসুফ এল নাসিরির একটি শট যেভাবে বাঁচিয়ে দেন তাতে ওই সেভটিকে যদি এবারের বিশ্বকাপের সেরা সেভ বলে আখ্যা দেওয়া হয় তাহলে আশ্চর্য হওয়ার কিছু নেই। শেষ পর্যন্ত মরক্কো প্রত্যাবর্তন করতে পারেনি ম্যাচে এবং ম্যাচ হেরে মাথা গরম করে মরক্কোর অনেক ফুটবলার রেফারির সঙ্গে ঝামেলাতেও জড়িয়ে ছিলেন। তবে মাত্র ৬ বার বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পেরে তার মধ্যে তিনবারই প্রথম তিনি শেষ করা ক্রোয়েশিয়ার কাছে অত্যন্ত গর্বের ব্যাপার। বিশ্বকাপে সম্ভবত নিজের শেষ ম্যাচটি খেলে ফেললেন ক্রোয়েশিয়ার তারকা ফুটবলার লুকা মদ্রিচ। আজকেও প্রথম গোলটির ক্ষেত্রে তার একটি বড় ভূমিকা ছিল। নিচের দেশকে বিশ্ব ফুটবলের মঞ্চে এক আলাদাই উচ্চতায় তুলে নিয়ে গিয়েছেন এই ক্রোয়েশিয়ান কিংবদন্তি।