বাংলা হান্ট নিউজ ডেস্ক: গত মাসের ২০ তারিখে আরম্ভ হওয়া কাতার বিশ্বকাপ এসে দাঁড়িয়েছে নিজের অন্তিম লগ্নে। বাকি রয়েছে আর মাত্র চারটি ম্যাচ। তারপর আবার অপেক্ষা সাড়ে তিন বছরের। আজ থেকে আরম্ভ হচ্ছে কাতার বিশ্বকাপের সেমিফাইনাল। প্রথম সেমিফাইনালে আজ লিওনেল মেসির আর্জেন্টিনার মুখোমুখি লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া। ভারতীয় সময় রাত ১২.৩০ নাগাদ কাতারের লুসাইল আন্তর্জাতিক স্টেডিয়ামে টানটান উত্তেজনাপূর্ণ লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে গোটা বিশ্ব।
বিশ্বকাপের মঞ্চে দ্বিতীয়বারের মতো মুখোমুখি দুই LM10। লিওনেল মেসি এবং লুকা মদ্রিচ, দুজনেই আধুনিক ফুটবল জগতের দুই কিংবদন্তি। মজার ব্যাপার হলো ২০০৬ সালের ১লা মার্চ যে ম্যাচে মদ্রিচের দেশের জার্সিতে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল, সেই ম্যাচেই লিওনেল মেসি দেশের জার্সিতে নিজের প্রথম গোলটি পেয়েছিলেন। দুজনেই বর্তমানে কেরিয়ারের শেষ প্রান্তে এসে পৌঁছেছেন কিন্তু কারোরই খেলার ধার এখনো একটুও কমেনি। দুজনেই একবার করে বিশ্বকাপের ফাইনাল খেলেছেন এবং জিতেছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল। আজকের ম্যাচটি যে হারবে, সেটা তার আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচও হতে পারে।
গত বিশ্বকাপের রানার্স-আপ হয়েও এবং চলতি বিশ্বকাপে বেলজিয়াম এবং ব্রাজিলের মতো প্রতিপক্ষকে রুখে দিয়েও অবশ্য সতর্কই থাকছেন লুকা মদ্রিচরা। তাদের সামনে ইতিহাস গড়ার সুযোগ থাকছে একই বিশ্বকাপে ব্রাজিল এবং আর্জেন্টিনা কে হারানোর। বিশ্বকাপের ৯২ বছরের ইতিহাসে এমন কীর্তি রয়েছে শুধুমাত্র জার্মানির। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে তারা লাতিন আমেরিকান দুই মহাশক্তিকে হারিয়ে কাপ ঘরে তুলেছিল।
কিন্তু আর্জেন্টিনাকে হারানো এতটাও সোজা হবে না সেটা জানেন গতবারের রানার্সআপরা। আর্জেন্টিনা এই যে এই ম্যাচে ফেভারিট সেটাও মেনে নিতে অসুবিধা নেই ক্রোয়েশিয়ার কোচ ও ফুটবলারদের। মেসি যে আর্জেন্টিনার সেরা ফুটবলার এবং মাঠে তিনি দুই পক্ষের মধ্যে তফাৎ গড়ে দিতে পারেন এমনটা খুব ভালো করেই জানেন ক্রোটরা।
তাই এই হাইভোল্টেজ সেমিফাইনালের আগের দিন ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচ সাংবাদিকদের সামনে এসে উল্লেখ করে গেছেন যে মেসি একজন অসাধারণ ফুটবলার এবং তাকে আটকাতে গিয়ে ক্রোয়েশিয়াকে ভালোই নাজেহাল হতে হবে। কিন্তু তারা সকলেই এই বিশ্বাস নিয়ে মাঠে নামবেন যে শুধুমাত্র মেসি নয়, আর্জেন্টিনার দলে আরো ১০ জন ফুটবলার থাকছেন যারা নিজেদের ব্যক্তিগত দক্ষতার মধ্যে দিয়ে তফাৎ করে দেওয়ার ক্ষমতা রাখেন। তাই মদ্রিচ জানিয়ে দিয়েছেন যে তাদের জন্য জেতার মন্ত্র একটাই, তাদের ফুটবলের জীবনের সেরা ফুটবলটা খেলতে পারলে তবেই তারা ফাইনাল পৌঁছতে পারবে এমনটা মনে করেন তিনি।