বাংলাহান্ট ডেস্কঃ দৈনন্দিন দিনের কাজের ব্যস্তার মাঝে একটু সময় করে হলেও স্যোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও (viral video) কিন্তু দেখা চাই মানুষের। নেটিজনদের চাহিদার খাতিরে প্রতিদিনই হাজার হাজার ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে নেটদুনিয়ায়। তা কখনও হচ্ছে মজাদার, আবার কখনও তা হাড়হিম করা। তবে বর্তমানে এক খাদ্য খাদকের মজাদার একটি ভিডিও ব্যাপকহারে ভাইরাল হয়েছে নেটজগতে।
কুমীর এবং মুরগি- একজন খাদক এবং অন্যজন খাদ্য, আমরা কিন্তু স্বাভাবিকভাবে এমনটাই জানি। কোন মুরগি যদি ভুল করেও একবার কুমীরের সামনে পড়ে যায়, তাহলে সেই মুরগির আর রক্ষে নেই। কিন্তু এখানে ঠিক তার উল্টোটাই ঘটল। রীতিমত কুমীরের মাথায় কিছুক্ষণ খোশমেজাজে কাটিয়েও প্রাণে বেঁচে গেল একটি মোরগ।
আসুন দেখে নিন সেই ভাইরাল হওয়া ভিডিও-
https://twitter.com/ipskabra/status/1375425810518179844
ভিডিওতে দেখা যাচ্ছে, একটা জলাশয়ের ধারে অনেক কুমীর রোদ পোহাচ্ছে। এমন সময় কোথা থেকে একটা মোরগ এসে কুমীরের মাথার উপর হাঁটাচলা করতে থাকে। প্রথমটায় মোরগকে কিছুই বুঝতে দেয়নি কুমীর বাবাজি। আর ওদিকে মোরগও মহানন্দে খোশমেজাজে কুমীরের মাথার উপর দিয়ে হেঁটে চলে বেড়াচ্ছিল।
একটা সময়ে যেই না মোরগ গুটি গুটি পায়ে পাড়ের দিকে এগিয়ে গেল, ঠিক সেই সময়েই কুমীর হা করে নিজের ভয়ঙ্কর রূপ ধারণ করল। মোরগ যেন সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরে আসার মত কোন দিকে না তাকিয়ে এক ছুঁটে সেখান থেকে পালিয়ে যায়। তবে কুমীর যদি আর কয়েক সেকেন্ড আগে মুখ খুলত, তাহলে মোরগ দিয়েই মধ্যাহ্ন ভোজন সারত কুমীর বাবাজি। স্যোশাল মিডিয়ায় এই দৃশ্যের ভিডিও শেয়ার হতেই ঝড়ের গতিতে তা ভাইরাল হয়ে যায়।