রাজ্য পুলিশের ইউনিফর্ম বাবদ বকেয়া কয়েক কোটি টাকা! DG-কে চিঠি হ্যান্ডলুম সোসাইটির

বাংলা হান্ট ডেস্ক: রাজ্যের কোষাগারে রীতিমত টানাটানি পড়েছে এখন। একাধিক প্রশাসনিক বৈঠকেও এই প্রসঙ্গ বারংবার উপস্থাপিত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমতাবস্থায়, রাজ্য পুলিশের জন্য তৈরি করা ইউনিফর্ম বাবদ কয়েক কোটি টাকা বকেয়া রয়েছে। আর সেই কারণে একাধিকবার চিঠি যাচ্ছে নবান্নে।

জানা গিয়েছে যে, রাজ্য সশস্ত্র পুলিশের থার্ড ব্যাটালিয়নের পোশাক তৈরির অর্ডার পায় ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডলুম উইভার্স কো অপারেটিভ সোসাইটি। ২০২১ এবং ২০২২ সালে তারা রাজ্য পুলিশের পোশাকের জন্য অর্ডার পায়। সেইসঙ্গে কাপড়ও দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে। এমনকি, ইতিমধ্যেই সেগুলি তৈরি করে সরবরাহ করে দেওয়া হয়েছে থার্ড ব্যাটালিয়নকে।

আর এই পোশাক তৈরিতেই খরচ হয়েছে প্রায় ৯ কোটি ৪১ লক্ষ টাকারও বেশি। স্বাভাবিকভাবেই এই বিপুল অঙ্কের বকেয়া বিল পাঠিয়ে দেওয়া হয় রাজ্য পুলিশের সদর দফতরে। যদিও সেখানে বিলটি মিটিয়ে দেওয়ার কথা থাকলেও এখনও মেলেনি সেই টাকা। এছাড়াও, সংশ্লিষ্ট সংস্থার তরফে একাধিকবার বকেয়া বিল মেটাতে পাঠানো হয় চিঠি, করা হয় টেলিফোনও। কিন্তু, কিছুতেই কোনো লাভ হয়নি।

তাই, কার্যত বাধ্য হয়ে এবার খোদ ডিজিকে চিঠি দিল ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডলুম উইভার্স কো অপারেটিভ সোসাইটি। এদিকে, এই চিঠি পেয়েই রীতিমত নড়েচড়ে বসেছে রাজ্য পুলিশের সদর দফতর। এমনকি, দ্রুত বকেয়া টাকা মেটানোর তোড়জোড়ও শুরু হয়েছে।

police 3 300x200 1

জানা গিয়েছে যে, রাজ্যের কোষাগারের অবস্থা ভালো না থাকায় নতুন বা বকেয়া বিল মেটানোর জন্য টাকা চেয়ে পুলিশের পক্ষ থেকে একাধিকবার চিঠি যাচ্ছে নবান্নে। যদিও, নির্ধারিত অর্থ না মেলায় হচ্ছে না সুরাহা। যে কারণে বকেয়া অর্থ চেয়ে চিঠি যাচ্ছে ঊর্ধ্বতন পুলিশকর্তাদের কাছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর