বাংলাহান্ট ডেস্ক : নূপুর শর্মার পয়গম্বর বিরোধী বক্তব্যে বিতর্কের ঝড় বইছে দেশ জুড়ে। অভিযোগ, মুসলিম ধর্মের মানুষদের ভাবাবেগে আঘাত করেছে নূপুরের মন্তব্য। ড্যামেজ কন্ট্রোল করতে তড়িঘড়ি নূপুর শর্মাকে দল থেকে বরখাস্তও করে বিজেপি। কিন্তু সেই মুসলিম সম্প্রদায়েরই এক যুবক খোলাখুলি ভাবেই সমর্থন করলেন নূপুর শর্মাকে। তার ফলও তিনি পেলেন হাতেনাতেই। নিজের সম্প্রদায়ের মানুষরাই বেধরক মারলেন ওই যুবককে।
ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ভিবন্ডীতে। জানা যাচ্ছে, আসফাক আনসারী নামে এক যুবক নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে নূপুর শর্মাকে সমর্থন জানিয়ে কিছু পোস্ট করেন। ঝড়ের মতো ভাইরাল হয়ে যায় পোস্টটি। এই পোস্টটি দেখেই এলাকার মানুষ জড়ো হয়ে যায় তাঁর বাড়ির সামনে। প্রথমে তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে জোর করা হয়। অভিযোগ যখন সেই যুবক কলমা পড়ছিলেন তখনই উন্মত্ত জনতা তাঁকে বেধরক মারধর করে।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ বাহিনী। তারা কোনওমতে ভিড়কে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরিবেশ খুব উত্তপ্ত বুঝতে পেরেই আসফাক আনসারীর বাড়ির সামনে পুলিশি পাহাড়া বসানো হয়। এছাড়াও আসফাকের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়। এলাকার ডেপুটি কমিশনার অফ পুলিশ যোগেশ চৌহান জানান, নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যকে সমর্থন করার জন্য ধারা ১৫৩ (এ) র অধীনে এফআইআর দায়ের করা হয়েছে।
প্রসঙ্গত, মহারাষ্ট্রে বেশ কিছু থানায় নূপুর শর্মার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ধর্মীয় অশান্তি সৃষ্টির অভিযোগে ভিবন্ডী থানার পুলিশ তলব করে নূপুর শর্মা কে। জানা যাচ্ছে নূপুর শর্মা ৪ সপ্তাহের সময় চেয়ে নেন। নূপর শর্মার গ্রফতারের দাবিতে বেশ কিছু রাজ্যে চলছে হিংসাত্মক কর্মকাণ্ড। নূপুরের শাস্তির দাবি চলছে রাস্তা অবরোধও।