চোখ থেকে ঝড়ছে ক্রিস্টাল! হতবাক চিকিৎসক রাও।

বাংলা হান্ট ডেস্ক:চোখ, মানুষের একটি অমূল্য সম্পদ। চোখের মধ্যে দিয়েই তো পুরো পৃথিবীকে দেখে মানুষ।তাই চোখের সত্যিই মূল্য হয়না।কিন্তু এই চোখ দিয়ে যদি প্রতিনিয়ত বের হয় অমূল্য রত্ন?!  চোখ দিয়ে জলের বদলে বের হয় ক্রিস্টল !এমনই আশ্চর্যজনক ঘটনা ঘটেছে আর্মেনিয়ার এক বাসিন্দার সঙ্গে। এমন ঘটনা দেখে চিকিৎসকেরাও ভীষণভাবে হতবাক ৷সেই অঞ্চলের ২২ বছরের এক মহিলার চোখ দিয়ে প্রতিদিন ৫০টি ক্রিস্টাল বেরোই ৷ চিকিৎসকের কাছে নিয়ে গেলে প্রথমে বিশ্বাস করতে চাননি, নানারকম ভাবলেও এটা কেউই ভাবতে পারেননি ৷ পরে  বিষয়টি জেনে তারাও অবাক। কিভাবে এটি হতে পারে তা নিয়ে শুরু হয় গবেষণা, আর সাথেই খতিয়ে দেখা হচ্ছে চোখ থেকে পাওয়া ক্রিস্টালগুলি কিসের তৈরি ৷ তবে এই ঘটনায় যে যুবতী নিজে বড় মুশকিলে পড়েছেন তা ও তিনি জানিয়েছেন।রাশিয়ার এক চিকিৎসক জানিয়েছেন নুনের মাত্রা বেশি থাকায় অনেক সময় সেটি ক্রিস্টালে বদলে যায় ৷ চোখের পাশাপাশি লিভার বা কিডনিতেও ক্রিস্টাল হতে পারে যেখানে নুনের পরিমাণ মাত্রার থেকে বেশি হয়ে যায় ৷ এর চিকিৎসা দেরি না করে শীঘ্রই শুরু করা উচিৎ ৷

 

যুবতীর সূত্রে জানা যায় তিনি একজন কৃষক পরিবারের সদস্য,ফলেই খুব একটা টাকা পয়সা নেই তাদের কাছে। তাই এরকম অদ্ভুত রকম রোগের চিকিৎসা কিভাবে সম্ভব হবে তা নিয়ে তারা চিন্তিত ৷জানা যায়  কয়েকদিন আগে দাঁতের ডাক্তারের কাছে যান তিনি ৷ সেই সময় চোখে বালি ঢুকে গিয়েছে বলে মনে হয় ৷ তারপর ভাল করে দেখে বুঝতে পারে বালি নয় বরং ক্রিস্টালের মতো কিছু চোখের ভিতরে রয়েছে !  এরপর যত দ্রুত সম্ভব চোখের চিকিৎসকের কাছে যান তিনি ৷ প্রথম দিকে ওষুধের জেরে কিছুটা ভাল ছিলেন ৷ কিন্তু সম্প্রতি এখন আরও বেশি ক্রিস্টাল চোখ থেকে বেরোনো তে বিষয়টা অসহ্য হয়ে উঠেছে তাদের কাছে।

সম্পর্কিত খবর