ধোনির ২০০ তম ম্যাচে হার সিএসকের, প্লে-অফের আশা কার্যত শেষ চেন্নাইয়ের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল আইপিএলের (IPL) গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংস (CSK) এবং স্টিভ স্মিথের (Stive Smith) রজস্থান রয়ালস (RR)। এই ম্যাচ রাজস্থানের কাছে ছিল প্লে-অফের আশা জিইয়ে রাখার অপরদিকে নিজেদের অস্তিত্ব বজায় রাখার ম্যাচ ছিল চেন্নাই সুপার কিংসের কাছে। গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাই সুপার কিংসকে 7 উইকেটে হারিয়ে দিল রাজস্থান রয়েলস।

এইদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। প্রথমে ব্যাটিং করে মাত্র 125 রানেই শেষ হয়ে যায় চেন্নাই সুপার কিংসের ইনিংস। 126 রানের টার্গেট চেজ করতে নেমে শুরুতেই উইকেট হারায় রাজস্থান রয়েলস। তবে অধিনায়ক স্টিভ স্মিথ এবং জোস বাটলারের হাত ধরে ঘুরে দাঁড়ায় রাজস্থান রয়েলস। স্টিভ স্মিথ এবং জোস বাটলারের 98 রানের পার্টনারশিপ এইদিন জয় এনে দিল রাজস্থান রয়েলসকে। ব্যাট হাতে এইদিন দুর্দান্ত পারফরম্যান্স করেন জোস বাটলার। 48 বলে 70 রানের মারকাটারী ইনিংস খেলেন তিনি।

এই ম্যাচ হারের মধ্যে দিয়ে এবার আইপিএলের প্লে অফে ওঠার যাবতীয় আশা শেষ হয়ে গেল চেন্নাই সুপার কিংস এর। অপরদিকে এই ম্যাচ থেকে দুই পয়েন্ট তুলে নিয়ে প্লে-অফে যাওয়ার আশা জিইয়ে রাখলো রাজস্থান রয়েলস। গতকাল আইপিএলে 200 তম ম্যাচে নেমেছিলেন মহেন্দ্র সিং ধোনি। প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে 200 তম ম্যাচ খেলার নজির গড়লেন তিনি। তবে ধোনির রেকর্ডের দিনেও হারতে হল চেন্নাই সুপার কিংসকে।

X