বাংলা হান্ট নিউজ ডেস্ক: হাড্ডাহাড্ডি ম্যাচে চেন্নাই সুপার কিংস-কে উড়িয়ে মরশুমের প্রথম জয় পেল লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস। রাহুল, ডি কক, ইভান লুইস, দীপক হুডা, আয়ুশ বাদোনিদের দুরন্ত ব্যাটিংয়ের সামনে ম্লান হয়ে গেলেন ধোনি, উথাপ্পা, শিবম দুবেরা। আজ প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে ২১০ রান তুলেছিল চেন্নাই। কিন্তু অসাধারণ ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারের মরশুমে নিজেদের প্রথম জয় পেয়ে গেল সঞ্জীব গোয়েঙ্কা, গৌতম গম্ভীরদের দল। সেইসঙ্গে ফের একবার টসে জিতে প্রথমে বোলিং করা দলই পেল জয়।
ব্রেবোর্নে ব্যাট করতে নামার আগে চেন্নাই ঠিকই করে রেখেছিল যে গত ম্যাচের ভুলের পুনরাবৃত্তি হবে না। ফলে ঋতুরাজ গায়কোয়াডকে রান আউট হয়ে তাড়াতাড়ি ফিরতে হলেও অপর ওপেনার উথাপ্পা এবং মঈন আলী মিলে পাল্টা আক্রমণ শুরু করেন। দুরন্ত ব্যাটিং করে নিজের অর্ধশতরান পূরণ করে তরুণ লেগস্পিনার রবি বিশ্নই-এর বলে আউট হন রবিন উথাপ্পা (২৭ বলে ৫০)। অপরদিকে মঈন আলী ২২ বলে ৩৫ করে আবেশ খানের শিকার হন। দুজনে মিলে সিএসকে ইনিংসের রিংটোনটা সেট করে দিয়ে যান।
এরপর গত ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরূদ্ধে ফ্লপ হওয়া সিএসকে মিডল অর্ডার এই ম্যাচে জ্বলে ওঠে। দুরন্ত ব্যাটিং করে অল্পের জন্য অর্ধশতরান হাতছাড়া করেন শিবম দুবে। ৩০ বলে ৪৯ রান করে আবেশ খানের শিকার হন তিনি। রায়ডু আউট হন ২০ বলে ২৭ রান করে। গত ম্যাচের ব্যর্থতা কাটিয়ে এই ম্যাচে মাত্র ৯ বলে ১৭ রান করেন জাদেজা। এই ম্যাচেও ফের একবার দেখা যায় ফিনিশার মহেন্দ্র সিংহ ধোনির ঝলক। এই ম্যাচে বেশি বল খেলার সুযোগ পাননি মাহি। কিন্তু মাত্র ৬ বল খেলে ১৬ রান করে সিএসকে-র স্কোরকে ২১০-এ পৌঁছে দিয়ে যান ভারতীয় মহাতারকা।
জবাবে শুরুটা দুরন্ত করেন লখনউ-এর দুই তারকা ওপেনার। লোকেশ রাহুল এবং কুইন্টন ডি কক চেন্নাই বোলারদের ব্যতিব্যস্ত করে তোলেন। দশ ওভারের শেষে তাদের স্কোর দাঁড়ায় বিনা উইকেটে ৯৮। কিন্তু ডোয়েইন প্রিটোরিয়াসের দুরন্ত ভেরিয়েশনের সামনে হার মানেন দুই সেট ওপেনার। রাহুল ২৬ বলে ৪০ এবং ডি কক ৪৫ বলে ৬১ করে আউট হন। এরপর লখনউকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকেন দীপক হুডা এবং ইভিন লুইস। দুজনেই বেশ কিছু বড় শট খেলেন। কিন্তু ৮ বলে ১৩ রান করে ডোয়েইন ব্র্যাভোর শিকার হয়ে ফেরেন হুডা। এরপর নেমে লুইসের সাথে যোগ দেন লখনউয়ের হয়ে গত ম্যাচে দুরন্ত ব্যাটিং করা আয়ুস বাদোনি। তিনি কিছুটা সাহায্য করলেও আসল খেলাটি খেলেছিলেন ইভিন লুইস। শেষ দুই ওভারে জিততে গেলে করতে হতো ৩৪। ১৯ তম ওভারে শিবম দুবেকে ২৫ রান মারেন ক্যারিবিয়ান তারকা। শেষ ওভারে বড় শট খেলে আয়ুশ প্রমাণ করে দেন তিনি ওয়ান ম্যাচ ওয়ান্ডার ছিলেন না। ফলস্বরূপ ৩ বল বাকি থাকতেই জয় পেল লখনউ সুপার জায়ান্টস।