লজ্জার রেকর্ড গড়লেন ধোনিরা, IPL-এর ইতিহাস প্রথমবার হলো এমন কাণ্ড

বাংলা হান্ট নিউজ ডেস্ক: গতকাল রবিবারের প্রথম ম্যাচে নিয়মরক্ষার খেলায় ঋতুরাজ গায়কোয়াডের অর্ধশতরানে (৫৩) ভর করে বোর্ডে ১৩৩ রান তুলেছিল চেন্নাই সুপার কিংস। ফিনিশার হিসাবে এই ম্যাচে ব্যর্থ হয়েছিলেন ধোনি। গুজরাটের হয়ে ৪ ওভারে ১৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন শামি। রান তাড়া করতে নেমে অপর দিক দিয়ে একের পর এক সঙ্গীকে হারাতে থাকলেও নিজের উইকেট বাঁচিয়ে রেখে গুজরাটকে ১৯.১ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে দিয়েছিলেন ঋদ্ধিমান সাহা। এদিন ৫৭ বলে ধৈর্য্যশীল ৬৭ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন বঙ্গ উইকেটরক্ষক। চলতি মরশুমে দুরন্ত ফর্মে রয়েছেন তিনি।

এরই মধ্যে একটা লজ্জার রেকর্ড গড়েছে ধোনিদের দল। কাল টপ অর্ডারে ডেভন কনওয়ে ব্যর্থ হয়েছিলেন। ঋতুরাজ গায়কোয়াডের সাথে মিলে মঈন আলী এবং এন. জগদিশন চেন্নাইয়ের ইনিংসকে টানেন। মঈন আলী ২টি ছক্কা সহ ১৭ বলে ২১ রান করে সাই কিশোরের শিকার হন। জগদিশন ৩৩ বলে ৩ টি চার ও ১ টি ছক্কা মেরে ৩৯ রান করে অপরাজিত থাকেন।

Dhoni IPL PTI New 571 855 1

কিন্তু লোয়ার অর্ডারে শিবম দুবে এবং মহেন্দ্র সিং ধোনি সম্পূর্ণ ব্যর্থ হন। দুবে ২ বলে ০ রান করে আউট হন। ধোনি ১০ টি বল খেলে ৭ রান করে আউট হন। জগদিশনও অত্যন্ত ধীর গতিতে ব্যাটিং করেন। এর ফলেই তৈরি হয় একটি লজ্জার রেকর্ড।

কাল চেন্নাইয়ের ইনিংসের ১৬ থেকে ২০ ওভারে একটিও বাউন্ডারি মারতে ব্যর্থ হন ধোনিরা। আজ পর্যন্ত আইপিএলে ২০ ওভার নট আউট থাকা কোনও দলের ক্ষেত্রে প্রথমবার এমনটা ঘটলো। অথচ পিচে ছিলেন তথাকথিত বিশ্বের সেরা ফিনিশার এবং একজন সেট ব্যাটার। ক্রিকেট বিশেষজ্ঞরা অবশ্য এই ঘটনার কৃতিত্ব গুজরাটের ডেথ বোলারদেরই দিচ্ছেন।


Reetabrata Deb

সম্পর্কিত খবর