বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বিবাহের জন্য ভারতীয় দলকেও (Team India) না বলেছিলেন। প্রমাণ করেছিলেন তার পরিবার, প্রিয়জন তার কাছে সবার আগে। আজ সেই রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) নিজের ক্রিকেটার প্রেমিকা উৎকর্ষ পাওয়ারের (Utkarsha Pawar) সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। এই অনুষ্ঠানে পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের পাশাপাশি তার কিছু সিএসকে দলের সতীর্থও উপস্থিত ছিলেন। গায়কোয়াড় ভারত এবং চেন্নাই সুপার কিংসের (CSK) হয়ে খেলছেন। আর তার স্ত্রী ঘরোয়া ক্রিকেটে মহারাষ্ট্রের প্রতিনিধিত্ব করেছেন।
কিছুদিন আগেই যখন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ও কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াসিম আক্রমকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আইপিএলে কোন তরুণ ভারতীয় তাকে মুগ্ধ করেছে, তখন শুভমান গিল বা যশস্বী জয়সওয়ালের নাম না নিয়ে তিনি সিএসকের ওপেনার রুতুরাজ গায়কোয়াডের নাম নেন। এই মরশুমে যার কথা বেশি আলোচনা হয়নি।
এই মরশুমে রুতুরাজ গায়কোয়াড ১৬ ম্যাচ খেলে ৫৯০ রান করেছেন। আইপিএলের প্রথম ম্যাচে ৯২ রানের একটা ইনিংস খেলে দুর্দান্তভাবে নিজের যাত্রা শুরু করেছিলেন। কিন্তু তারপর শুভমন গিল এবং জয়সওয়াল এতটাই ভালো ছন্দে ছিলেন যে তার কথা সকলে একটু ভুলেই গিয়েছিল বললে মন্দ হবে না।
মূলত দুটি কারণে পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার ওয়াসিম আক্রম তাকে ভবিষ্যতের ভারতীয় দলের সম্পদ মনে করেছেন। দুর্দান্ত ব্যাটিং করার পাশাপাশি রুতুরাজ অত্যন্ত দক্ষ ফিল্ডার। সেই সঙ্গে তিনি শারীরিকভাবে অত্যন্ত ফিট। এই দুটি বিষয় তার ভবিষ্যতে বড় সহায় হয়ে উঠবে বলেই মনে করেন পাকিস্তানের কিংবদন্তী।
রুতুরাজ ভারতীয় স্কোয়াডের অংশ না হলেও অতিরিক্ত সাবস্টিটিউট প্লেয়ারদের লিস্টে ছিলেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার সুযোগ তার সামনে চলে আসতো যদি ভারতীয় মূল দলের কোন ব্যাটার চোটের কবলে পড়তেন। কিন্তু যে সময় তাদেরকে ইংল্যান্ডে উড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল সেই সময় তার বিবাহর দিন নির্ধারিত হয়েছিল আগেই। তিনি অনুরোধ করেছিলেন যদি তাকে ৫ই জুন শিবিরে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়। কিন্তু রাহুল দ্রাবিড় তাকে বাদ দিয়ে যশস্বী জয়সওয়ালকে সেই জায়গায় যুক্ত হতে আদেশ দেন।