বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ দুপুরের ম্যাচে সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আইপিএলের (IPL 2023) এল ক্লাসিকোর জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে আজ চেন্নাই সুপার কিংসের (CSK) ঘরের মাঠে নামছে রোহিতের মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। নিজেদের শেষ দুটি ম্যাচ অবিশ্বাস্যভাবে জিতে মুম্বাইয়ের আত্মবিশ্বাসে অনেকটাই বেড়েছে। অপরদিকে মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) দল শেষ তিন ম্যাচে জয়ের মুখ দেখেনি। ফলে আজ ঘরের মাঠে প্রত্যাবর্তন করতে মরিয়া থাকবে তারা। দুই দলের শেষ সাক্ষাতে অবশ্য সিএসকে সহজ জয় পেয়েছিল।
চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামের পিচ স্পিনারদের সাহায্য করবে, এই বিষয় নিয়ে কোনও সন্দেহ নেই। দুই দলের হাতেই কিছু নির্ভরযোগ্য স্পিনার রয়েছে। তবে টস জয়ী অধিনায়ক দুপুরের ম্যাচে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেবেন এমনটাই মনে হওয়াটা স্বাভাবিক। তবে ধোনির মন আগে থেকে পড়ে নেওয়া সম্ভব নয়।
রবীন্দ্র জাদেজা ও থিকসেনার ওপর দায়িত্ব থাকবে মুম্বাইয়ের ব্যাটিংসে চাপে ফেলার। দুর্দান্ত ফর্মে থাকা কনওয়ে, রাহানে এবং দুবের ওপর নির্ভর করবে চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কিরকম হবে। মুম্বাইয়ের ক্ষেত্রে সূর্যকুমার, ঈশান কিষাণ, তিলক ভার্মা এবং টিম ডেভিড ব্যাট হাতে তাদের ভরসা দিচ্ছেন। সেই সঙ্গে পীযুষ চাওলার ম্যাজিক্যাল বোলিং চেন্নাইয়ের মাঠে বড় অস্ত্র হয়ে উঠতে পারে রোহিতের।
সম্ভাব্য সিএসকে একাদশ: রুতুরাজ গায়কোয়াড, ডেভন কনওয়ে, অজিঙ্কা রাহানে, শিবম দুবে, মঈন আলী, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিংহ ধোনি, মহেশ থিকসেনা, দীপক চাহার, মাথিশা পাথরিনা, তুষার দেশপান্ডে
সম্ভাব্য মুম্বাই ইন্ডিয়ান্স একাদশ: রোহিত শর্মা, ঈশান কিষান, ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, টিম ডেভিড, পীযুষ চাওলা, নেহাল উদায়েরা, অর্শদ খান, জোফ্রা আর্চার, কুমার কার্তিকেয়