বাংলা হান্ট ডেস্কঃ শুক্রবার আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস এবং পাঞ্জাব কিংস। এই ম্যাচে পাঞ্জাব কিংসকে ছয় উইকেটে হারিয়ে দুরন্ত জয় তুলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। সেই সঙ্গে এই ম্যাচে ঘটেছে বেশ কিছু রেকর্ড। আসুন সেই সমস্ত রেকর্ড গুলি নিয়ে আলোচনা করা যাক:
1) প্রথম ক্রিকেটার হিসেবে চেন্নাই সুপার কিংস এর জার্সি গায়ে 200 তম ম্যাচ খেললেন মহেন্দ্র সিং ধোনি। সেই সঙ্গে কোন একটা ফ্র্যাঞ্চাইজির হয়ে 200 টি ম্যাচ খেলা দ্বিতীয় ক্রিকেটার হলেন ধোনি। আইপিএলের প্রথম ক্রিকেটার হিসেবে বিরাট কোহলি আরসিবি হয়ে 200 টি ম্যাচ খেলেছেন।
2) প্রথম ম্যাচে 12 লক্ষ টাকা জরিমানা হওয়ার পর গতকাল ম্যাচ মাত্র 88 মিনিটের মধ্যে শেষ করে দেন চেন্নাইয়ের অধিনায়ক ধোনি। গতকাল পাঞ্জাবের ব্যাটিংয়ের কুড়ি ওভার মাত্র 88 মিনিটের মধ্যে শেষ করে আইপিএলের ইতিহাসে নজির গড়লেন ধোনি।
3) এই ম্যাচে দীপক চাহার চার ওভার বল করে 13 রান দিয়ে চারটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছেন। এটি দীপক চাহারের আইপিএলে সেরা পরিসংখ্যা।
4) জাদেজা এই ম্যাচে নিজের ক্যারিয়ারের 22 তম রান আউট করে ফেলেন। জাদেজার 22 তম রান আউটের শিকার পাঞ্জাব অধিনায়ক কে এল রাহুল। সেই সঙ্গে আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি রান আউট করা ফিল্ডার হলেন রবীন্দ্র জাদেজা।
5) পাঞ্জাবের বিরুদ্ধে এটি চেন্নাইয়ের 16 তম ম্যাচ জয়। এর আগে দুই দলের মধ্যে 24 টি ম্যাচের ফলাফল ছিল চেন্নাই জিতেছে 15 টি ম্যাচ অপরদিকে 9 টি ম্যাচ জিতেছে পাঞ্জাব।