দুবাই উড়ে যাওয়ার চেন্নাইয়ে বিশেষ প্রস্তুতি শিবির ধোনিদের!

বাংলাহান্ট ডেস্কঃ আর কয়েকদিন পরেই সংযুক্ত আরব আমিরশাহির মাটিতে শুরু হতে চলেছে এই বছরের আইপিএল। আইপিএল খেলতে সব দল গুলি একে একে উড়ে যাবে দুবাইতে। সবার প্রথমে দুবাইয়ের মাটিতে পা রাখবে চেন্নাই সুপার কিংস। তবে দুবাই উড়ে যাওয়ার আগে সিএসকে একটি প্রস্তুতি করতে চলেছে চেন্নাইয়ে। জানা গিয়েছে চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির পরামর্শেই এই প্রস্তুতি শিবির করতে চলেছে সিএসকে।

আগামী 15 ই আগস্ট চেন্নাই শিবিরে যোগ দিতে চলেছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, হরভজন সিং, সুরেশ রায়না, পীযূষ চাওলা, আম্বাতি রাইডু সহ বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটার। জানা গিয়েছে চেন্নাইতে ছয় দিনের শিবির চলবে সিএসকের, তারপর সকলেই উড়ে যাবেন দুবাইয়ের উদ্দেশ্যে। 21 শে আগস্ট দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে চেন্নাইয়ের।

818580050ab6bc2aaca99fdedcede39574b937f4c33da80e1d2c5b6b870598bcc4944e4b

সিএসকে টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গিয়েছে শিবিরে যোগ দেওয়ার আগে প্রত্যেক ক্রিকেটারের করোনা পরীক্ষা করা হবে। সেই পরীক্ষার ফলাফল নেগেটিভ এলে তবেই শিবিরে যোগ দিতে পারবেন ক্রিকেটাররা। জানা গিয়েছে ভারতবর্ষের বিভিন্ন শহর থেকে চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে ক্রিকেটারদের চেন্নাইতে নিয়ে আসা হবে। চেন্নাইয়ের বোলিং কোচ লক্ষ্মীপতি বালাজির তত্ত্বাবধানে এই ছয় দিনের শিবির চলবে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর