রুদ্ধশ্বাস ম্যাচে কলকাতাকে হারিয়ে প্লে-অফের টিকিট প্রায় নিশ্চিত করে ফেলল ধোনি বাহিনী

বাংলা হান্ট ডেস্কঃ আইপিএলের ৩৮ তম ম্যাচে সিএসকে এবং কেকেআর দুই দলের সামনেই ছিল জয়যাত্রা অব্যাহত রাখার লড়াই। নিজেদের গত ম্যাচ জিতে নিয়েছিল দুই দলই। যার ফলে আজ ধোনি এবং মর্গ্যান টক্কর ছিল সেয়ানে সেয়ানে। আজ আবুধাবিতে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় কলকাতা। গত দুদিনের মত শুরুটা অবশ্য আজ তেমন ভালো হয়নি তাদের।

একদিকে যেমন দুর্ভাগ্যজনকভাবে রান আউট হন গিল, তেমনি অন্যদিকে ১৮ রানের মাথায় বিধ্বংসী আইয়ারকে ফিরিয়ে দেন শার্দুল ঠাকুর। আজ মূলত কেকেআরের ত্রাতা হয়ে ওঠেন রাহুল ত্রিপাঠী এবং নীতিশ রানা। বলাই বাহুল্য এদিন ফের একবার ব্যর্থ হন অধিনায়ক মর্গ্যান। তবে রাহুল ত্রিপাঠীর ৪৫ এবং রানার ৩৭ রানের ইনিংসের দৌলতে ম্যাচে লড়াই বজায় রেখেছিল কলকাতা। বড় ইনিংস না খেলতে পারলেও ছোট ছোট ক্যামিওর মাধ্যমে মোটের উপর ভালো ফিনিশ করেন রাসেল এবং দীনেশ কার্তিকও।

শেষ পর্যন্ত তাদের দৌলতেই ৬ উইকেট হারিয়ে নির্ধারিত কুড়ি ওভার শেষে ১৭১ রান সংগ্রহ করে কেকেআর। এদিন চেন্নাইয়ের হয়ে মাত্র ২০ রান দিয়ে দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন শার্দুল ঠাকুর। এছাড়া হেজেলউড দুটি এবং রবীন্দ্র জাদেজা একটি উইকেট শিকার করেন। জবাবে ব্যাট করতে নেমে অবশ্য শুরু থেকেই দাপুটে উত্তর দিতে শুরু করে চেন্নাই। গতদিনের ফর্ম এ দিনও বজায় রেখেছিলেন ঋতুরাজ এবং ডুপ্লেসিস। প্রথম উইকেটে তাদের ৭৪ রানের পার্টনারশিপের দৌলতে অনেকটাই ব্যাকফুটে চলে গিয়েছিল কেকেআর।

https://twitter.com/IPL/status/1442128191112417280?s=19

মাত্র ২৮ বলে ৪০ রান করে ঋতুরাজ রাসেলের শিকার হলেও অন্যদিকে মঈনকে নিয়ে খেলা এগিয়ে নিয়ে যান ডুপ্লেসিস। যদিও তিনি ৪৩ রানে আউট হতে ধ্বসের মুখে পড়েছিল চেন্নাইও। এদিনও পরপর ব্যর্থ হন রাইডু, রায়না এবং ধোনি। কিন্তু এক হাতে ফের একবার ম্যাচ ঘুরিয়ে দেন রবীন্দ্র জাদেজা। শেষবেলায় তার ২২ রানের ইনিংস জয়ের কাছাকাছি পৌঁছে দিয়েছিল চেন্নাইকে। যদিও নাটক কিছু কম হয়নি শেষ ওভারে। এই ওভারে পর পর ক্যুরান এবং জাদেজা আউট হওয়ায় যথেষ্ট চাপে পড়ে গিয়েছিল চেন্নাই। তবে শেষপর্যন্ত জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিতে কোন অসুবিধা হয়নি দীপক চাহারদের। দুই উইকেটে এই জয়ের ফলে টেবিলের শীর্ষে উঠে এল ধোনি বাহিনী। কার্যত দিল্লির সাথে প্লে অফস নিশ্চিত করে ফেলল তারাও। কারণ তাদের সংগ্রহ এই মুহূর্তে রয়েছে ১৬ পয়েন্ট।

Abhirup Das

সম্পর্কিত খবর