দুর্গা মণ্ডপে কোরান রাখার ঘটনায় গ্রেফতার কুমিল্লা সিটি মেয়রের পার্সোনাল সেক্রেটারি, মোট ধৃত ৪

বাংলাহান্ট ডেস্কঃ বাংলাদেশের (bangladesh) দুর্গা পুজো মন্ডপে কোরান রাখার যে ঘটনাকে কেন্দ্র করে যে এত বড় সংঘর্ষের সৃষ্টি হয়েছিল, ইতিমধ্যেই সেই ঘটনায় অভিযুক্ত ইকবাল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এবার এই ঘটনায় গ্রেফতার করা হল কুমিল্লা সিটি মেয়রের পার্সোনাল সেক্রেটারিকে।

বাংলাদেশে দুর্গা অষ্টমীর দিন কুমিল্লা মহানগরীর নানুয়ার দিঘিরপাড় পুজোমণ্ডপে কোরনা রাখার বিষয়ে নিয়ে শুরু হয় হিংসার আঘাত। ক্ষতবিক্ষত করে দেওয়া হয় প্রতিমা। এরপর একাধিক প্যান্ডেলে ভাঙচুর, প্রতিমা ভেঙে দেওয়া, মন্দিরে আঘাত, ইসকনের মন্দিরে হামলা সবমিলিয়ে উত্তপ্ত পরিস্থিতিতে বিরাজ করছিল বাংলাদেশ।

bangladesh iskcon

এই ঘটনার তদন্ত করতে গিয়ে এক সিসিটভি ফুটেজ আসে পুলিশের হতে। আর তারউপর ভিত্তি করেই ইতিমধ্যেই মূল অভিযুক্ত, যিনি মন্ডপে কোরান রেখেছিলেন সেই ইকবাল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে নিজের এই অপরাধ পুলিশের কাছে স্বীকার করে নেয় ইকবাল।

তবে বর্তমান সময়ে জানা গিয়েছে, এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে কুমিল্লার সিটি মেয়রের পার্সোনাল সেক্রেটারিকে। শনিবার বান্দরবানের সাজেক থেকে তাঁকে গ্রেফতার করার সঙ্গে সঙ্গে কুমিল্লা মহানগর যুবদলের দুই নেতাকেও গ্রেফতার করা হয়।

যদিও এই গ্রেফতার হওয়া ব্যক্তিদের পরিচয় প্রকাশ্যে আনতে চাননি কোতোয়ালি থানার ওসি আনোয়ারুল আজিম। তবে জানা গিয়েছে, রবিবার তাঁদের আদালতে তোলা হলে, বিচারে জেলা হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে আবার সোমবার র‍্যাবের মিডিয়া উইংয়ের অধিকর্তা খান্দেকর আল মইন জানিয়েছেন, নারায়ণগঞ্জ এবং নোয়াখালি থেকে রবিবার চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁরা হলেন- মহম্মদ রিপণ (২১), নাজরুল ইসলাম ওরফে সোহাগ (৩৬), মনির হোসেন ওরফে রুবেল (২৮) এবং জাকির হোসেন ওরফে রাব্বি (২০)।

Smita Hari

সম্পর্কিত খবর