বাংলাহান্ট ডেস্কঃ বিদ্যুৎ সংস্থাগুলির ভুলের মাশুল আর বইতে হবে না গ্রাহকদের, শনিবার সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আর্থিক প্যাকেজ ২.০ এর চতুর্থ অংশের ঘোষণার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ শুল্ক নীতি পরিবর্তন সম্পর্কে সাংবাদিকদের জানান। তিনি বলেন, বিদ্যুৎ সংস্থাগুলিকে পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করতে হবে। যদি লোডশেডিংয়ের সমস্যা হয় তবে তার জন্য জরিমানা দিতে হবে সংস্থাগুলিকে।
পাশাপাশি অর্থমন্ত্রী আরো জানান, শুল্ক নীতির ভিত্তিতে বিদ্যুৎ শিল্পে খুব শীঘ্রই বেসরকারীকরণ করা হবে। বিদ্যুৎ সংস্থাগুলির ভুলের বোঝা আর গ্রাহকদের উপর পড়বে না। যদি লোডশেডিংয়ের মতো কোনও সমস্যা হয় তবে সংস্থাগুলিকে জরিমানা দিতে হবে।
অর্থমন্ত্রী জানান, বিদ্যুৎ সংস্থাগুলির পর্যাপ্ত আউটপুট আরও উন্নত করার জন্য কাজ করা হবে। এটির ক্ষমতা প্রসারিত হবে না তবে পরিষেবা মান আরো উন্নত হবে। বিদ্যুৎ খাতে ভর্তুকি সরাসরি গ্রাহককে দেওয়া হবে। এছাড়াও স্মার্ট প্রিপেইড মিটার এর কথাও বলেন অর্থমন্ত্রী।
প্রসঙ্গত, মঙ্গলবার করোনা মোকাবিলায় ২০ লাখ টাকার আর্থিক প্যাকেজ ঘোষনা করল নরেন্দ্র মোদি ।প্যাকেজে জমি, শ্রমিক, অর্থের যোগান ও আইন- সবকিছুর উপর জোর দেওয়া হয়েছে। আমাদের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগের জন্যও। যা কয়েক কোটি মানুষের জীবিকা নির্বাহের আধার। এই প্যাকেজটি ভারতের GDP এর ১০%, এই প্যাকেজটি বিশেষ করে শ্রমিক এবং কৃষক ও মধ্যবিত্তদের জন্য।