বাংলা হান্ট ডেস্কঃ মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় হিন্দুরা সংকটে, হিন্দুদের এই রাজ্যে শান্তিতে নিজেদের ধর্মটুকুও পালন করার স্বাধীনতা নেই, বারংবার এই অভিযোগ তুলেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। পশ্চিমবঙ্গকে ধীরে ধীরে বাংলাদেশ বানানোর চক্রান্ত চলছে বলেও বিরোধীরা তোপ দেগেছে। এবার কালীপুজোর মধ্যেই বিস্ফোরক দাবি করে বসলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুধু অভিযোগ নয়, তার সপক্ষে ভিডিও সামনে এনেছেন শুভেন্দু।
নিজের টুইটারে একটি ভিডিও পোস্ট করে শুভেন্দুর দাবি, পশ্চিমবঙ্গ কে পশ্চিম বাংলাদেশ বানানোর চক্রান্ত চলছে, হিন্দুরা এখনি না জাগলে সমূহ বিপদ অপেক্ষা করছে আগামী দিনে।
কি ঘটেছে?
কাকদ্বীপ বিধানসভার সূর্যনগর গ্রাম পঞ্চায়েত এলাকার উত্তর চন্দনপুর গ্রামের ভিডিও পোস্ট করেছেন বিরোধী দলনেতা। ভিডিওতে দেখা যাচ্ছে, মা কালীর প্রতিমার মাথা কাটা। ভয়ঙ্কর সেই দৃশ্য তুলে ধরে শুভেন্দুর অভিযোগ, ‘উত্তর চন্দনপুর গ্রামের পুজো মণ্ডপ থেকে মা কালীর প্রতিমার মাথা কেটে নিয়ে চলে জেহাদিরা। রাজ্য প্রশাসন যথারিতি তৎপর ঘটনা চাপা দিতে।’
বিরোধী দলনেতা বলেছেন, ‘পুলিশ প্রথমে গ্রামবাসীদের ভয় দেখিয়ে মন্দিরের দরজা বন্ধ করলেও গ্রামবাসীদের সম্মিলিত প্রদিবাদে মন্দিরের দরজা খুলতে দেয় পুলিশ ও ছবি সংগ্রহ করতে দিতে বাধ্য হয়।’ বাংলায় মাটিতে দাঁড়িয়ে মারাত্মক এই অপরাধের পরও এখনও পর্যন্ত কাউকে মমতার পুলিশ প্রশাসন গ্রেপ্তার করতে পারেনি বলে তোপ দেগেছেন শুভেন্দু।
ঘটনার ভিডিও দেখুন টুইটে : https://x.com/SuvenduWB/status/1980849381768405263?t=8UrpK8gB_4qphXiWvPP5iQ&s=08
ভিডিও পোস্ট করে বিরোধী দলনেতা লিখেছেন, ‘নিচের ভিডিওটা দেখে কেউ বাংলাদেশ বলে ভুল করবেন না, এটা পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা। আমি বার বার বলেছি পশ্চিমবঙ্গ কে পশ্চিম বাংলাদেশ বানানোর চক্রান্ত চলছে, হিন্দুরা এখনি না জাগলে সমূহ বিপদ অপেক্ষা করছে আগামী দিনে।’
গোটা ঘটনায় মমতা সরকারকে চরম তোপ দেগেছেন গেরুয়া বিধায়ক। তিনি লিখেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের তুষ্টিকরণের রাজনীতির ফল ভোগ করছে পশ্চিমবঙ্গের হিন্দুরা। মমতার অপশাসনে এক বিশেষ সম্প্রদায়ের সন্ত্রাসীদের পশ্চিমবঙ্গে আজ পর্যন্ত হিন্দু দেবদেবীদের প্রতিমা ভাঙচুর, মণ্ডপ ভাঙচুর, হিন্দুদের বাড়িঘর লুটপাট করা বা জ্বালিয়ে দেওয়ার ঘটনায় আজ পর্যন্ত কোনো শাস্তি হয় নি, যে কারণে এই ধরণের জেহাদি কার্যকলাপ উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। ‘
সনাতনীদের সাবধান করে বিরোধী দলনেতা আবারও বলেছেন, ‘হিন্দুরা এখনি জেগে না উঠলে, সংঘবদ্ধ না হলে সামনে সমূহ বিপদ।’ উল্লেখ্য, এ কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়। কালীপুজোকে কেন্দ্র করে এই একই চিত্র উঠে এসেছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। শুভেন্দুবাবুর অভিযোগ এমনটাই।
আরও পড়ুন: তারকা বলে ‘ভিআইপি পরিষেবা’? লাইনে না দাঁড়িয়ে বড়মার সামনে বসে পুজো দিয়ে তুমুল ট্রোলড শুভশ্রী
উত্তরবঙ্গের কোচবিহার জেলার ঘটনার কথা উল্লেখ করে শুভেন্দু লিখেছেন, ‘তুফানগঞ্জ বিধানসভার শালবাড়ি- ১নং অঞ্চলের অন্তর্গত বাঁশরাজা ব্রিজের পাড় কালী মন্দিরে বিনা প্ররোচনায় অতর্কিতভাবে একদল জেহাদি আক্রমণ করে, পুজো কমিটির সদস্যরা বাধা দিতে গেলে পুজো কমিটির সদস্যদের উপর চড়াও হয় জেহাদির দল।’
একইভাবে ‘উলুবেড়িয়া উওর বিধানসভার ১নং মণ্ডল-এর ছোটোমহড়া গ্রামের পশ্চিম পাড়া করলীতলার কালী পুজোয় হঠাৎ করে আমতা থানা থেকে এক গাড়ি পুলিশ এসে একটি মিথ্যা অভিযোগের ভিত্তিতে এলাকার ছেলেদের অমানুষিকভাবে মারধর করে যে কারণে বেশ কয়েকজন ছেলে গুরুতর আহত হয়। সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে থানার আইসি অমলেন্দু দাস বেপরোয়া ভাবে একটা ছেলের উপর লাঠিচার্জ করছেন এবং লাঠিটা তার মুখে ঢুকিয়ে দিয়েছেন। পরবর্তীকালে আমতা থানার ওসি মফিজুল আলম এসে কেসটাকে ধামাচাপ দেবার চেষ্টা করে।’ অভিযোগ শুভেন্দুর।